E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনপুরে বোর্ড মিলের মালিক সাইদুরের অনিয়ম ও দুর্নীতি, শ্রমিক ও এলাকাবাসীর নিন্দা

২০২২ জানুয়ারি ২০ ১৬:৪২:১৩
মদনপুরে বোর্ড মিলের মালিক সাইদুরের অনিয়ম ও দুর্নীতি, শ্রমিক ও এলাকাবাসীর নিন্দা

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা বন্দর থানাধীন মদনপুরে গাজীপুর পেপার বোর্ড লিমিটেড নামে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে বহু বছর আগে। যার ব্যবস্থাপনা পরিচালক মুন্সিগঞ্জ জেলার সাইদুর হক ইকবাল।

কাগজ উৎপাদনকারী এ প্রতিষ্ঠানটিতে অনেক শ্রমিকের কর্মসংস্থান শুরু হয়। এ ছাড়া অনেকেই মিলে উৎপাদন কাজে ব্যবহত বোর্ড সরবরহকারী ব্যবসায়ীগন বোর্ড দেয়া শুরু করেন। প্রতিষ্ঠানটি শুরুতে বেশ সুনাম অর্জন করলেও এ সুনামকে পুঁজি করে ব্যাংক হতে মোটা অংকের টাকা লোন নিয়ে আত্মসাৎ করার পরিকল্পনাসহ শ্রমিকদের উপর জোড় জুলুম ও বিভিন্ন ব্যবসায়ির সরবরাহের বিলের টাকা না দিয়ে প্রতারনা শুরু করেন এমটাই তথ্য বেরিয়ে আসে।

সম্প্রতি ১৫ জানুয়ারী দিবাগত রাতে প্রতিষ্ঠানের বয়লার বিস্ফোরণ হয়ে দু জন শ্রমিক মৃত্যু বরণ করেন এবং দুজন শ্রমিক এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে যানা যায়।

বিস্ফোরণের বিষয়ে নিহতের পরিবার কোন মামলা না করলেও ঘটনাস্থল পরিদর্শকারী পুলিশ বাদী হয়ে মামলা করেছেন বলেও শোনা যায়।

এ বিষয়ে বন্দর থানার এস আই খায়ের মামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে মামলার বিষয়টি নিয়ে তদন্ত পক্রিয়াধীন।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ চতুর ও আত্মসাৎ কারী সাইদুর হক ইকবাল কল কারখানা ও শ্রম আইনের তোয়াক্কা না করে তার খেয়াল খুশি মতো শ্রমিকদের সাথে নানা রকম অপরাধ মূলক কাজ করে চলছে। এ ছাড়া অনেকেই তার প্রতিষ্ঠানে মালদেয়ার বিল পেয়ে ব্যবসার পুঁজি হারিয়ে অসহায় হয়ে টাকার জন্য তার পিছু ঘুরছে।

এ সকল শ্রমিক ও ব্যবসায়ীরা তার হাত হতে মুক্তি চায়। নিহতের ও অনিয়মের বিষয়গুলো প্রতিকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্হানীয় জনগন।

(এস/এসপি/জানুয়ারি ২০, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test