E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন মামলা করায় শ্বশুরকে হামলা

২০২২ জানুয়ারি ২১ ১৭:৩৭:৫৫
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন মামলা করায় শ্বশুরকে হামলা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক গৃহকর্তার বিরুদ্ধে। স্ত্রী বাদী হয়ে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। এই মামলার প্রেক্ষিতে শ্বশুরকে হামলার অভিযোগও উঠেছে ওই স্বামীর বিরুদ্ধে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ২৪ ডিসেম্বর দেড় লাখ টাকা দেন মোহরানায় চৌঘাট গ্রামের মজিবর রহমানের মেয়ে রোজিনা পারভীন (৩৫) কে ২য় বিয়ে করে উপজেলার চৌঘাট গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে ময়েন উদ্দিন। স্ত্রী রোজিনার অভিযোগ বিয়ের পর পরই আড়াই লাখ টাকা যৌতুক দাবী করে স্বামী ময়েন উদ্দিন।

এ বিষয়ে ২০২১ সালের ২৫ অক্টোবর যৌতুকের দাবীতে স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন স্বামী ময়েন উদ্দিন। ঘটনার ৬ দিন পরে স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করলে, সেই বিষয়ে আলমপুর ইউপিতে আদালত হতে মামলার তদন্ত আসলে চলতি বছরের ১৭ জানুয়ারি রাত ৯ টার দিকে স্বামী ময়েন উদ্দিন ক্ষিপ্ত হয়ে স্ত্রী রোজিনা পারভীনকে শাষন গর্জন করে ও শশুর মজিবর রহমানকে এলোপাতাড়ী মারপিট করে আহত করে। আহত মজিবর রহমান ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, বাদী রোজিনা পারভীন একটি অভিযোগ দায়েল করেছেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

(বিএস/এসপি/জানুয়ারি ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test