E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ৩৬ জন করোনায় আক্রান্ত

২০২২ জানুয়ারি ২১ ১৭:৩৯:৩৫
টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ৩৬ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (২১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। শনাক্তের হার ২১ দশমিক ৮১ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭জন, সখীপুর, ঘাটাইল ও বাসাইল উপজেলায় ২জন করে, দেলদুয়ার, ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় ১জন করে রয়েছে।

এ পর্যন্ত জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮৩ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৩৯ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কোন রোগী মারা যায়নি। জেলায় করোনায় এ পর্যন্ত ২৬০ জন মারা গেছেন।
এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) ১৩ জন, বুধবার (১৯ জানুয়ারি) ২৮ জন, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, পরিবহনের মাধ্যমে করোনাভাইরাস বেশি ছড়াচ্ছে। অপর দিকে দেশের বিভিন্ন প্রান্ত ভ্রমণকরা ব্যক্তিরাই করোনায় আক্রান্ত হচ্ছে। করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

(এসএম/এসপি/জানুয়ারি ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test