E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনার ঝুঁকিতে বরিশাল বিভাগ

২০২২ জানুয়ারি ২১ ১৭:৪৬:২৮
করোনার ঝুঁকিতে বরিশাল বিভাগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গত ২৪ ঘন্টায় একদিনে (শুক্রবার সকাল পর্যন্ত) বরিশালে ১১৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২৫ শতাংশের উপরে। বিভাগীয় স্বাস্থ্য অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সনাক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বরিশাল বিভাগের সবগুলো জেলাকে গুরুত্বপূর্ন “রেড জোন” বা জরুরী এলাকা হিসেবে দেখছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। সংশ্লিষ্ট সূত্রমতে, বিভাগের ছয় জেলায় একদিনে ৪৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১১৭ জনের করোনা সনাক্ত হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর এখন পর্যন্ত যা একদিনে সর্বোচ্চ সনাক্তের রেকর্ড। আক্রান্ত বা সনাক্তের বিচারে যথারীতি এগিয়ে আছে বরিশাল জেলা। এ জেলায় ৫০ জনের করোনা সনাক্ত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ পিরোজপুর জেলায় সনাক্ত হয়েছে ২৯ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হঠাৎ করেই বিভাগে করোনা রোগী বেড়ে গেছে। জাতীয় সনাক্তের হারের সাথে আমাদের সনাক্তের হারও প্রায় মিলে যাচ্ছে। এটা অবশ্যই আতংকের। তাই আমরা বিভাগের সবগুলো জেলাকে গুরুত্বপূর্ন হিসেবেই দেখছি। কারন প্রতিদিন বিভাগের প্রতিটি জেলায় সংক্রামনের হার বা সংখ্যা উঠানামা করছে।

তিনি আরও বলেন, গত এক সপ্তাহে সনাক্তের সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে এবং সনাক্তের হার দেখে মনে হচ্ছে বরিশালে করোনা সংক্রমন ব্যাপকভাবে ছড়িয়ে পরেছে। তাই যাদের লক্ষন আছে তাদের দ্রুত পরীক্ষা করার তাগিদ দেয়া হয়েছে। পাশাপাশি আতংকিত না হয়ে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান করছি।

(টিবি/এসপি/জানুয়ারি ২১, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test