E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর দরাফখালী ওরস শরীফে হামলার অভিযোগ, এলাকায় উত্তেজনা

২০২২ জানুয়ারি ২১ ১৭:৫৩:৫১
ফরিদপুর দরাফখালী ওরস শরীফে হামলার অভিযোগ, এলাকায় উত্তেজনা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলার সদর উপজেলার কৃঞ্চ নগর ইউনিয়নের দরাফখালী প্রায় ১৩০ বছরের ঐতিহ্যবাহী ফকির বাড়ীর বাষিক ধর্মীয় ওরস মোবারক চলাকালে একই উপজেলার পাশ্ববর্তী হোগলাকান্দি গ্রামের একদল উশৃঙ্খল উঠতি বয়সের যুবকের হামলায় ফকির বাড়ীর ১ জন জখম ও একজন নারী লাঞ্ছনার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে ও লিখিত প্রাপ্ত অভিযোগে জানা গেছে, দরাফখালী গ্রামে দুদিন ব্যাপী ধর্মীয় ওরস চলাকালে গত শনিবার রাতে (১৫ জানুয়ারী) পাশ্ববর্তী হোগলাকান্দি গ্রামের একদল উশৃঙ্খল উঠতি বয়সের যুবক যথাক্রমে মোঃ আকাশ, নাছির ব্যাপারী,সিফাত মোল্লা,বাদশা মাতুব্বরসহ একদল যুবক উক্ত ধর্মীয় ওরস শরীফে আধিপত্য বিস্তার করে ধর্মীয় অনুষ্ঠান ভন্ডুল করার জন্য হামলা করে। এ সময় তাদের কর্মকান্ডে বাধা দিলে স্বেচ্ছাসেবক ও ফকির বাড়ীর সদস্য মোঃ ফরিদুল ইসলাম কে কুপিয়ে আহত করে।

এর পূর্বে উক্ত যুবকেরা ফকির বাড়ীর একাংশ ভাংচুর করে এবং একজন নারীকে লাঞ্ছিত করে বলে অভিযোগ উঠেছে যুবকদের বিরুদ্ধে। এ সময় ঘটনাস্থলে চরম উত্তেজনার সৃষ্টি হয় আগত হাজার হাজার দর্শনার্থীদের মধ্যে। পরবর্তীতে শতবছরের চলা ধর্মীয় অনুষ্ঠান ভন্ডুল হয়ে যায়। এ খবর লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যে কোন মুহুর্তে বড় ধরনের সংঘর্ষ বেধে যেতে পারে বলে জানা গেছে। স্থানীয়রা এলাকায় ও ফকির বাড়ীতে পুলিশ মোতায়েন করার দাবী করেছে।

এ বিষয়ে জানতে উক্ত ইউনিয়ন এর চেয়ারম্যান গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমি তাদের বাধা দিলে তারা আমাকেও অপমান করে, হামলা করে ধর্মীয় অনুষ্ঠানের মর্যাদা হানী করে। এ সময় স্থানীয় একজন সাংবাদিককে মারতে এগিয়ে আসেন এবং হামলার খবর এর সত্যতা তিনি নিশ্চিত করেন।
অপর দিকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন।

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(ডিসি/এসপি/জানুয়ারি ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test