E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইগাতীতে ৩ প্রতিমা ভাঙচুর

২০১৪ সেপ্টেম্বর ২১ ১১:২৬:০০
ঝিনাইগাতীতে ৩ প্রতিমা ভাঙচুর

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতাবনগর এলাকায় শারদীয় দুর্গোৎসবের জন্য তৈরিকৃত পূজামণ্ডপের দুর্গা, গনেশসহ তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

২১ সেপ্টেম্বর রবিবার সকালে পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের সত্যতা দেখা যায়। এ ঘটনা জানতে পেরে পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, শনিবার রাত নয়টার পর থেকে রবিবার ভোর ৫টার মধ্যে এ প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটতে পারে।

প্রতানগর এলাকার বাসিন্দা লিটন পাল জানান, আমরা প্রায় ৮ বছর যাবৎ পূজামণ্ডপ স্থাপন করে দুর্গোৎসব করে আসছি। এবারও দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। কেবল রং দেয়া বাকি। এজন্য পূজামণ্ডপের তিনদিকে বেড়াসহ সামনের দিকে চট দিয়ে ঘেরা ছিল। রবিবার সকাল ৭টার দিকে রংয়ের কাজ করতে গিয়ে দেখা যায়, দুর্গা ও গনেশের মাথা-হাতসহ আরেকটি প্রতিমার হাত ভাঙা। তাৎক্ষণিকভাবে ঝিনাইগাতী থানা পুলিশ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে জানানো হয়। সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার ওসি, উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঝিনাইগাতী উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি গোপাল চন্দ্র সেন ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কর দুর্গামণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা এ ঘটনায় ধিক্কার জানাই। এটা দুর্বৃত্তদের কাজ। ওই এলাকায় মাত্র ১০/১২টি হিন্দু পরিবার বসবাস করে। আমরা সরকারের নিকট তাদের নিরাপত্তা নিশ্চিত করে প্রশাসন ও পুলিশের নিকট এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তারা বলেন, পরিস্থিতি যাই হোক, প্রতাবনগরে দুর্গোৎসব উদযাপনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান লেবু বলেন, ঘটনাটি শোনার পর আমরা ওই এলাকায় গিয়ে স্থানীয় হিন্দুদের সাথে কথা বলেছি। তারা যাতে আতঙ্কিত না হন, সে ব্যাপারে তাদের আশ্বস্ত করেছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও প্রশাসনকে বলেছি।

ঝিনাইগাতী থানার ওসি মো. ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা দুর্বৃত্তদের কাজ। আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে একটি মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এইচবি/এনডি/সেপ্টেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test