E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুই গাভিন ছাগল চুরি করে জবাই, আটক ৩

২০২২ জানুয়ারি ২৫ ১৬:৩৪:২২
দুই গাভিন ছাগল চুরি করে জবাই, আটক ৩

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে গাভিন ছাগল চুরি করে জবাইয়ের অভিযোগে কসাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) মধ্যরাতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের আব্বাস কসাইয়ের ছেলে মামুন কসাই (২৫), আফছার আলীর ছেলে রাকিব (১৬) ও বাবলু সরকারের ছেলে সাদ্দাম (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাতে বলারদিয়ার গ্রামের দিনমজুর আফজাল হোসেনের স্ত্রী আলেয়া বেগম ছাগলের ডাক শোনে গোয়াল ঘরে গিয়ে দেখেন দরজা খোলা এবং দুটি ছাগল নেই। রাতেই খোঁজাখুঁজি করে পাশের গোরস্থানে রক্ত দেখে ছাগল দুটিকে জবাই করা হয়েছে বলে সন্দেহ হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাফর আলী খান বলেন, নিয়মিত টহল চলাকালে রাত ২টার দিকে ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া খালেকের মোড় এলাকায় বস্তাসহ তিনজনকে দেখে সন্দেহ হয়। বস্তা খুললে দুটি জবাইকৃত ছাগল পাওয়া যায়। সেই সঙ্গে একটি চাকু জব্দসহ ওই তিনজনকে আটক করা হয়।

দিনমজুর আফজাল হোসেন জানান, ছাগল দুটি বর্গা নিয়ে লালন-পালন করছিলেন। দুটি ছাগলই ৫ মাসের গাভিন ছিল।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, আটককৃত তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুটি ছাগল চুরি ও জবাইয়ের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে ছাগলের মালিক বাদী হয়ে মামলা দায়ের করায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

(আরআর/এসপি/জানুয়ারি ২৫, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test