E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় ছাত্রদলের প্রতীকী অনশনে ধাওয়া পাল্টা ধাওয়া

২০২২ জানুয়ারি ২৫ ১৭:৫৮:২০
বগুড়ায় ছাত্রদলের প্রতীকী অনশনে ধাওয়া পাল্টা ধাওয়া

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বগুড়া জেলা ছাত্রদলের অনশন কর্মসূচি চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ খোকন পার্কে জেলা ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায়বিচার, অমানবিক ভিসির অব্যাহতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, হল গুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ অনুযায়ী বগুড়া জেলা ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল নয়টা থেকে শহীদ খোকন পার্কে শহীদ মিনারে ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়।

জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খোকন পার্কে শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি চলছিল। দুপুর সোয়া ১টার দিকে একদল ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পার্কে ঢুকে অতর্কিতে ধাওয়া করে। ওই সময় আমাদের ছেলেরা সেটি প্রতিহত করে।

তিনি আরো বলেন, আমরা তো শান্তিপূর্ণভাবে অনশন করছিলাম। ওরা অতর্কিতে কেন ধাওয়া করতে এলো। পরে আমরা আমাদের দলীয় কার্যালয়ে চলে এসেছি।

ধাওয়া পাল্টা ধাওয়া প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, দুপুরে আমাদের কয়েকজন নেতাকর্মী খোকন পার্কের এক পাশে চা পান করছিলেন। এমন সময় তাদের ওপর অর্তকিতে হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি আরও বলেন, আমরা সেসময় সাতমাথায় ছিলাম। ঘটনা শোনার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি ছাত্রদলের নেতাকর্মীরাই আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে এবং ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করে। এ সময় ছাত্রদলের সিনিয়র এক নেতা কোমরে রাখা অস্ত্র দেখিয়ে ভয় দেখান। এরপর হামলার শিকার ক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা হামলাকারী ছাত্রদল নেতাকর্মীদের প্রতিহত করতে এগিয়ে বিএনপি অফিসের দিকে যেতে চাইলে তাদের নিবৃত্ত করে ফিরিয়ে আনা হয়। করোনার ওমিক্রনের সংক্রমণকালে সরকারি বিধিনিষেধ অমান্য করে শহীদ খোকন পার্কের মতো পাবলিক প্লেসে মাইক লাগিয়ে উষ্কানিমূলক বক্তব্য প্রদান ও কর্মসূচি পালন আইনত অন্যায়। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা হয়। পরে পরিস্থিতি শান্ত করা হয়।

জানা যায়, ছাত্রদল কর্তৃক ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করলে পুলিশ এসে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবকে আটক করে। ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শহরের নবাববাড়ি সড়কে বিএনপি অফিসে হামলা চালানোর চেষ্টা করলে যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ ক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের নিবৃত্ত করে সরিয়ে নিয়ে যায়। এসময় পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(এআর/এসপি/জানুয়ারি ২৫, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test