E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালীগঞ্জের ১০ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের শপথ গ্রহণ 

২০২২ জানুয়ারি ২৫ ১৮:৪৫:৩৫
কালীগঞ্জের ১০ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের শপথ গ্রহণ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২ ইউপির ১০জন  নব নির্বাচিত চেয়ারম্যান, ৩৬ জন সংরক্ষিত নারী ইউপি সদস্য ও ১০৭ জন ইউপি সদস্য শপথ গ্রহন করেছেন। তবে আদালতে মামলা থাকার  কারণে শপথ নিতে পারেননি কৃষ্ণনগর ইউপির আলোচিত সাফিয়া পারভীন, ওমরাহ  হজ্বে মক্কায় অবস্থান করা নলতা ইউপি চেয়ারম্যান আরিজুল ইসলাম ও চম্পাফুল ইউপি’র ৭ নং ওয়ার্ডের সদস্য অমর সরকার।

শপথ গ্রহণকারি ইউপি চেয়ারম্যানগন হলেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুরের গোবিন্দ মণ্ডল, চম্পাফুল ইউপি’র মোজাম্মেল হক গাইন, কুশুলিয়ার শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, মৌতলার ফেরদৌস মোড়ল, রতনপুরের আলীম আল রাজি, ধলবাড়িয়ার গাজী শওকত হোসেন, মথুরশেপুৃরের মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ভাড়াসিমলার নাজমুল হাসান, তারালীর এনামুল হোসেন ছোট।

মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কালিগঞ্জের নব নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরা শাখার উপপরিচালক মাসরুবা ফেরদৌস ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। বিকেল তিনটায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে নারী ও পুরুষ ইউপি সদস্যদের শপথ বাক্য পড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

জানা গেছে, গত ২৮ নভেম্বর কালিগঞ্জ উপজেলার ১২ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ভোট গননা এবং ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তোলেন কৃষ্ণনগর ইউপির ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জি,এম রবিউল্যাহ বাহার। গত ২ ডিসেম্বর তিনি সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সস্মেলন করেন। পরে তিনি মহামান্য হাইকোর্টে মামলা করেন।

(আরকে/এসপি/জানুয়ারি ২৫, ২০২২)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test