E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

উজিরপুরে নদীতে বিলিন দুটি বিদ্যালয়ের জন্য জমি দান

২০১৪ সেপ্টেম্বর ২১ ১৪:২৭:২৪
উজিরপুরে নদীতে বিলিন দুটি বিদ্যালয়ের জন্য জমি দান

বরিশাল প্রতিনিধি : বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকার হাজারো মানুষের জন্য তৃতীয়বারের মতো এলাকাবাসী জমি দান করেছে। এ নদীর ভয়াবহ করাল গ্রাসে ৪টি গ্রামের শতাধিক ঘরবাড়ি, চাষের জমি, হাসপাতাল, বিভিন্ন গ্রামের ২টি শিক্ষা প্রতিষ্ঠান হারিয়ে গেছে। সন্তানদের শিক্ষিত করতে সাকরাল গ্রামের আ. মজিদ মাধ্যমিক বিদ্যালয় ও চথলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১ একর ৫৬ শতাংশ জমি দান করলেন তারা।

এ উপলক্ষে বৃহস্পতিবার বরিশালের উজিরপুর উপজেলার সাকরাল গ্রামের হিতৈষী সরদার, ঢালী ও হাওলাদারসহ ১২ জনের জমি দান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন কার্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শিক্ষক এসএম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরাকোঠা ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন।

এতে বক্তব্য রাখেন শাহ আলম হাওলাদার, হারুন অর রশিদ, অলিউল ইসলাম বাবুল, জাকির হোসেন আবু খাঁ, সহিদুল ইসলাম খান, সেকেন্দার আলী, অধ্যাপক সহিদুল ইসলাম, সাদিকুল ইসলাম ফরহাদ, দুলাল চন্দ্র মন্ডল, মিজানুর রহমান হিরু, আ. মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক সামসুল হক হাওলাদার, অধ্যক্ষ মাও. ইব্রাহিম, প্রধান শিক্ষক আ. হাকিম, ইমাম আবু সালেহ, সাবেক প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।

বক্তারা দলমত নির্বিশেষে কোমলমতি শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এ সময় চথলবাড়ি স্বাস্থ্য কেন্দ্রটি নদীগর্ভে বিলিনের উপক্রম হওয়ায় ওই প্রতিষ্ঠানটি অন্য এলাকায় পুনঃস্থাপনের জন্য দাবি জানানো হয়। প্রধান অতিথি দুই প্রতিষ্ঠানে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করলে সভাপতি নগদ ১০ হাজার, আবুল বাশার ঢালী, লাখপতি সুলতান, মুক্তিযোদ্ধা ফজলুল হক, সহিদুল ইসলাম খান, ৫ হাজার করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, সন্ধ্যা নদীর করাল গ্রাসে উপজেলার চথলবাড়ি, সাকরাল, পরমানন্দসাহা, নারিকেলী এলাকার শতশত ঘরবাড়ি, মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার এবং উজিরপুর-সাতলা সড়ক সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। দ্রুত নদী বাঁধ রক্ষা প্রকল্পের মাধ্যমে এলাকা রক্ষার জন্য সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

(টিবি/এনডি/সেপ্টেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test