E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে ইউপি নির্বাচনকে ঘিরে হামলার অভিযোগ 

২০২২ জানুয়ারি ২৭ ১৭:১৮:০১
সুবর্ণচরে ইউপি নির্বাচনকে ঘিরে হামলার অভিযোগ 

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১ নং চর জব্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সময় যতই ঘনিয়ে আসছে ততই সহিংসতা বেড়েই চলছে। আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ ওমর ফারুকের সমর্থিত জাহাজমারা গ্রামের  মোহাম্মদ মেজবা উদ্দিনের ছেলে মোহাম্মদ সয়ন অভিযোগ করেন গত মঙ্গলবার সন্ধা ৭টার সময় স্থানীয় চেউয়াখালী বাজারে নির্বাচনী প্রচার ও প্রচারণার সময় আমি আনারসের আইডি গলায় লাগিয়ে বাজারে হাটার সময় নৌকার সমর্থীত কর্মী মাসুম, রাজু, বাবলু সহ আরো কয়েক জন আমাকে আনারসের আইডি গলা থেকে খুলে পেলার জন্য বলেন, আমি আইডি খুলবোনা বলার সাথে সাথে মাসুম, রাজু, বাবলু সহ কয়েক জন আমাকে এ্লােপাতালি কিল ঘুশি লাথি মারতে মারতে চেউয়াখালী বাজারের বাহিরে নিয়ে যান, সেখান থেকে এলাকাবাসী আমাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, তফসিল ঘোষনার পর থেকে প্রায় প্রতিদিনই আনারস মার্কার সমর্থীত প্রার্থীদের উপর নৌকা মার্কার লোকজন হামলা চালাচ্ছেন।

এ ব্যাপারে আনারস মার্কার প্রার্থী এ্যাড ওমর ফারুক অভিযোগ করে বলেন, নৌকা মার্কার লোকজন আমার কর্মীদেরকে মারদোরতো করে আসছে নৌকার সমর্থীত লোকেরা আমার কর্মীদের প্রানে মেরে পেলার হুমকি দিচ্ছেন আমি এব্যাপারে প্রশাসনের হস্থক্ষেপ কমনা করছি।

এদিকে নৌকা মার্কার প্রার্থী তরিকুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার কর্মীরা এধরনের কোন ঘটনা ঘটাইনি । এই নিউজ লেখার আগ পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি

(এস/এসপি/জানুয়ারি ২৭, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test