E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে টানা বর্ষণে শহরজুড়ে জলাবদ্ধতা

২০১৪ সেপ্টেম্বর ২১ ১৭:০৯:২৪
শেরপুরে টানা বর্ষণে শহরজুড়ে জলাবদ্ধতা

শেরপুর প্রতিনিধি : শেরপুরে দুই দিন ধরে টানা বষর্নের কারনে জেলা শহরজুড়ে জলাবদ্ধতার সষ্টি হয়েছে। এতে শহরবাসী চরম দুর্ভোগের শিকার হয়েছে। ১৪৩ বছরের পুরোনো শেরপুর পৌর এলাকায় আজোবধি পরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থা গড়ে না উঠায় সামান্য বৃষ্টিতেই শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়।

শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত টানা বর্ষনের কারনে পৌর এলাকার চকবাজার, মাধবপুর, খরমপুর, টিক্কাপাড়া, চাপাতলী, মুন্সিবাজার, বাগরাকসা, গৌরীপুর, ঢাকলহাটি, গৃর্দানারায়নপুর, গাঙ্গিনারপাড়, শেখহাটি, বাগবাড়ি, চকপাঠকসহ বেশ কিছু এলাকা জলাবদ্ধতায় পানিতে তলিয়ে যায়।

এসময় স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে দারুণ দুর্ভোগে পড়ে। চাকুরিজীবিসহ বিভিন্ন পেশার মানুষ তাদের কর্মস্থলে যাতায়াতেও চরম দুর্ভোগের শিকার হয়। সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছে র দিন মজুর ও শ্রমিক শ্রেনীর মানুষেরা। বৃষ্টির কারণে কাজ না পেয়ে তারা মানবেতর জীবন-যাপন করছে।


শহরের জলবদ্ধতার ব্যাপারে শহরবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ভ্রুক্ষেপ নেই বলে জানালেও পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান জানান, ভারি বর্ষনের কারণে সামন্য জলাবদ্ধতা হলেও বৃষ্টি থেমে গেলে তা কমে যায়। এছাড়া জলাবদ্ধতা নিরসনে আগামীতে বৃহৎ পরিকল্পনা করা হচ্ছে।

(এইচবি/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test