E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় মাসব্যপি মাদক বিরোধী ক্যাম্পেইন শুরু

২০১৪ সেপ্টেম্বর ২১ ১৭:২৫:৫০
পাথরঘাটায় মাসব্যপি মাদক বিরোধী ক্যাম্পেইন শুরু

বরগুনা প্রতিনিধি : ‘মাদককে না বলুন, ইভটিজিং গুরুতর অপরাধ’ এ স্লোগান নিয়ে মাস ব্যাপি  ক্যাম্পেইন শুরু করেছে পাথরঘাটা পুলিশ প্রশাসন। রবিবার উপজেলার চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় থেকে এ ক্যাম্পেইন শুরু হয়।

পাথরঘাটা থানার ওসি জি.এম. শাহনেওয়াজ জানান, ইভটিজিং এবং মাদক দুটোই যুবকদের ধ্বংস করছে। পাশাপাশি বিদ্যালয়গামী ছাত্রীদের এবং উঠতি বয়সি মেয়েদের মাদকসেবী যুবকরা উত্ত্যক্ত করছে।

এ কারণেই উপজেলার প্রতিটি বিদ্যালয়ে প্রাথমিক পর্যায় মাসব্যাপি ‘মাদককে না বলুন, ইভটিজিং গুরুতর অপরাধ’এ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, ওসি জি.এম শাহনেওয়াজ, বরগুনা জিপিপি অ্যাড. মজিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

(এমএইচ/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test