E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূরুঙ্গামারীতে ইভিএম-এর সাহায্যে "মভ" ভোটিং অনুষ্ঠিত

২০২২ জানুয়ারি ৩০ ১৩:০১:০৫
ভূরুঙ্গামারীতে ইভিএম-এর সাহায্যে

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামে ষষ্ঠ ধাপে ভূরুঙ্গামারী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম-এর সাহায্যে ভোট গ্রহন করা হবে। এজন্য সেখানে ইভিএম মেশিনের সাহায্যে ভোট প্রদান অনুশীলন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসব ইউনিয়নে আগামী ৩১ জানুয়ারি সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন ৩টি হচ্ছে ভূরুঙ্গামারী সদর, পাথরডুবী ও শিলখুড়ী।

ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সাহায্যে তাদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করবেন তা মভভোটিং এর মাধ্যমিক শেখানো হচ্ছে। গতকাল শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার ৩টি ইউনিয়নের ৩৭ টি কেন্দ্রে এক যোগে মভভোটিং এর অনুশীলন কার্যক্রম পরিচালিত হয়। কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ ইভিএমে ভোট প্রদান পদ্ধতি হাতে কলমে শেখান।

অনুশীলন কার্যক্রম প্রত্যক্ষ করতে গিয়ে দেখা গেছে, কেন্দ্র গুলোতে ইভিএম-এর সাহায্যে মভ ভোটিং অনুশীলন কার্যক্রমে আগ্রহী ভোটারের উপস্থিতি একেবারেই কম। কিছুসংখ্যক সচেতন ভোটার ইভিএম-এ ভোট প্রদানের পদ্ধতি দেখে চলে যাচ্ছেন।

সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, তিনটি ইউনিয়নের ৩৭টি কেন্দ্রে মোট ৭০ হাজার ৩৭৭ জন ভোটার ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৭৯৩ জন, পাথরডুবী সদর ইউনিয়নে ১৮ হাজার ৭৩৭ জন ও শিলখুড়ী ইউনিয়নে ১৭ হাজার ৮৪৭ জন।

উপজেলা নির্বাচন অফিস বলছে, ইভিএম'র সাহায্যে "মভ" ভোট প্রদানের মাধ্যমে ভোটারদের সচেতন করতে এরইমধ্যে উপজেলা নির্বাচন অফিস নানা ধরনের প্রচার ও প্রদর্শনীর আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় শনিবার প্রতিটি ভোটকেন্দ্রে অনুশীলনমূলক ভোটের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, ইভিএম-এ ভোট প্রদান পদ্ধতি একটি নিখুঁত ও নির্ভুল পদ্ধতি। এতে ভোট কারচুপির কোন সুযোগ নেই। তিনি অবাদ সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।

(পিএমএস/এএস/জানুয়ারি ৩০, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test