E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রী সেলসিয়াস

টানা ৪ দিনের শৈত্যপ্রবাহে রাজারহাটের জনজীবন বিপর্যস্ত

২০২২ জানুয়ারি ৩০ ১৮:২৫:২৭
টানা ৪ দিনের শৈত্যপ্রবাহে রাজারহাটের জনজীবন বিপর্যস্ত

রাজারহাট প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ৪ দিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় জনজিবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েকদিন ধরে তাপমাত্রা ৬থেকে ৭ডিগ্রী সেলসিয়াসে ওঠানামা করছে। সেই সাথে ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় জন জীবনে দুর্ভোগ নেমে এসেছে। 

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, রবিবার (৩০ জানুয়ারী) কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রী সেলসিয়াস।

গত ৪দিন ধরে ভোর হতে পুরো এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়। সকাল ১০টার পর থেকে সূর্য্যরে দেখা মিলেও তেমন তাপমাত্রা না বাড়ায় ঠান্ডা প্রকট আকার ধারন করে। উত্তরের হিমেল হাওয়ার গতিবেগ বেড়ে যাওয়ায় ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি। আগামী আরো দু-তিন দিন মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান।

অপরদিকে হঠাৎ করে কনকনে হিমেল হাওয়া বইতে থাকলে ঠান্ডা বেশি অনুভূত হওয়ায় শ্রমজীবী খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

অনেক জিও-এনজিও ও সামাজিক সংগঠন শীতার্তদের পাশে দাঁড়ালেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল মনে করছে ভূক্তভোগীরা।

(পিএস/এসপি/জানুয়ারি ৩০, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test