E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে ২৮টি মন্ডপে শারদীয় দুর্গাপুজার আয়োজন

২০১৪ সেপ্টেম্বর ২১ ১৮:৩৯:০৩
বান্দরবানে ২৮টি মন্ডপে শারদীয় দুর্গাপুজার আয়োজন

বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবানের মানুষ শান্তিতে বিশ্বাস করে। অসম্প্রদায়িক চেতনা ললন করে। সকল ধর্মের মানুষের কাছে অসম্প্রদায়িক চেতনা আছে বলেই সকল ধর্মীয় উৎসব জাকজমক ও শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে।

তবে শয়তান হতে সাবধান থাকতে হবে। কারণ মানুষের ভুল আছে কিন্তু শয়তানের কোন ভুল নাই। সে যাই করে তাই তার কাছে সঠিক। সামনে শারদীয় দূর্গা পুজা, শয়তানের একটু উস্কানীতে আনন্দের পুজা নিরানন্দে পরিণিত হবে। এ বিষয়ে সকলকে শর্তক থাকতে হবে।

আজ রবিবার বিকেলে প্রতিমন্ত্রীর সম্মেলন কক্ষে পুজা উদযাপন কমিটির চেক বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, বান্দরবানের প্রতিটি সম্প্রদায়ের মানুষ সহজ সরল এবং ধর্মপ্রাণ। প্রতিটি ধর্মের মানুষ হৃদয়ের অনুভুতি দিয়ে মহান সৃষ্টিকর্তাকে ডাকে। তাই সৃষ্টিকর্তা বান্দরবানের জন্য শান্তি দান করেন। যার কারণে এই জেলার মানুষ শান্তিতে বসবাস করতে পারে।

চেক বিতরণ অনুষ্ঠনে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্য সা প্রু, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মো. মুজিবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীর আব্দুলাহ মোহাম্মদ মনজুরুল করিম কেন্দ্রীয় পুজা উদযাপন কমিটির সভাপতি অমল কান্তি দাশসহ বিভিন্ন উপজেলা থেকে আগত পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


বান্দরবান জেলায় এ বছর ২৮টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে। এ সব মন্ডপে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ২লক্ষ ৭৫ হাজার টাকা, জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ মেট্রিকটন খাদ্যশষ্য এবং প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে ১ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়।

আজ বিকেলে ২৮টি পুজা মন্ডপ উদযাপন কমিটির কাছে আনুষ্ঠানিক ভাবে চেক ও খাদ্য শষ্যের ডিও লেটার বিতরণ করা হয়।

(এএফবি/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test