E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে জায়গা বন্ধক দিয়ে ১২ লাখ টাকা নিয়ে ব্যবসায়ী উধাও

২০২২ ফেব্রুয়ারি ০২ ১৪:৩০:৩৭
সুবর্ণচরে জায়গা বন্ধক দিয়ে ১২ লাখ টাকা নিয়ে ব্যবসায়ী উধাও

মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে জায়গা জমি বন্ধক দিয়ে ১২ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী। দীর্ঘদিন জায়গা এবং টাকা না পেয়ে অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করছেন ভুক্তভোগী।

বুধবার (২ ফেব্রয়ারি) সরজমিনে গেলে ভুক্তভোগী ২নং চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের করিমল মোস্তফার ছেলে আব্দুল মোতালেব (৫৮) অভিযোগ করে বলেন, সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের মৃত রহমত উল্যার পুত্র আবুল কালাম (৫৮) ব্যবসায় করবে বলে তার বসতবাড়ি এবং জায়গাজমি বন্ধক দিয়ে ২০১৯ এপ্রিল মাসে ১২ লাখ টাকা নেন। টাকা নেয়ার কিছুদিন পর আবুল কালাম এলাকা ছেড়ে পালিয়ে যান, কিছুদিন পর ভুক্তভোগী আব্দুল মোতালেব প্রতারক আবু কালামের বাড়িতে গেলে আবুল কালামের স্ত্রী বলেন, সে মাটি রাঙ্গা গেছে ব্যবসার কাছে আসলে টাকা পাবেন, যদি না আসে আপনি জায়গাজমি বুঝে নিয়ে যাবেন। টালবাহানা করে ১ বছর অতিবাহিত হবার পর আবুল কালামের স্ত্রী টাকার বিষয়ে কিছু জানেন না বলে অস্বিকার করেন। উপায়ন্তরর না দেখে অসহায় মোতালেব ২০২১ সালে চর জব্বার থানায় জিডি করেন। জিডি নং ৫৭০-১৩/০৮/২১। জিডির তদন্ত কর্মকর্তা চর জব্বর পুলিশ ফাঁড়ির এ.এস.আই সাইফুল ইসলাম ঘটনার ঘটনা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে কোর্টে প্রেরণ করে। কোর্ট অভিযুক্ত আবুল কালামকে গ্রেফতার করে কোর্টে চালানের জন্য নির্দেশ দেন।

ভুক্তভোগী আব্দুল মোতালেব আরো বলেন, আমি গোপন সংবাদে জানতে পারি আবুল কালাম নিজের নাম পরিবর্তন করে আজাদ নাম দিয়ে মাটিরাঙ্গা থানাধিন অজ্ঞাত স্থানে একটি মুদি দোকান করছে, তার স্ত্রী এলাকায় সকল খবররা খবর তাকে দিয়ে থাকেন। আব্দুল মোতালেব প্রতারক আবুল কালামের সন্ধান চান এবং ঘটনার উপযুক্ত বিচারের দাবি জানান।

এলাকাবাসী বলেন, আবুল কালাম ভূমি অফিসের দালাল, সে সরকারি ভূমি নথি করে দেয়ার নাম করে চর মজিদসহ একাধিক গ্রামের মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। তার বিরুদ্ধে আরো ২/৩ টি মামলা রয়েছে। ভুক্তভোগীরা প্রতারক আবুল কালামকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান।

অভিযুক্ত আবুল কালামকে একাধিকবার ফোন করে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

চরজব্বর পুলিশ ফাঁড়ির এ.এস.আই সাইফুল ইসলাম বলেন, আবুল কালামের স্ত্রী জামিনে আছেন, আবুল কালামের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে সে পলাতক রয়েছে এলাকায় আসলে আমরা গ্রেফতার করে কোর্টে প্রেরণ করবো।

(আইইউএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২২)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test