E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চারণ সাংবাদিক মনোনেশ দাস

২০২২ ফেব্রুয়ারি ০৩ ১৫:১৫:৫০
চারণ সাংবাদিক মনোনেশ দাস

মুক্তাগাছা প্রতিনিধি : মনোনেশ দাস একজন চারণ সাংবাদিক । জন্ম ২৩ মার্চ ১৯৭৫ । পেশা সাংবাদিকতা । বাসস্থান, মেইন রোড ঈশ্বর গ্রাম । জাতীয়তা বাংলাদেশী , নাগরিকত্ব । বাংলাদেশ । উল্লেখযোগ্য পুরস্কার নাগরিক চেতনা সাহিত্য সংঘের বিশেষ সন্মাননা প্রদান করেন ভাষা সৈনিক, গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক খন্দকার আব্দুল মালেক শহীদুল্লা । 

নব্বইয়ের দশক থেকে বৃহত্তর ময়মনসিংহ , ময়মনসিংহ বিভাগে এবং মুক্তাগাছায় মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ চারণ সাংবাদিক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। ময়মনসিংহের স্থানীয় দৈনিক জাহান পত্রিকায় মানুষ, প্রাণী, ফুল, ফল, ভেষজ, গুল্ম প্রকৃতি, পরিবেশ প্রভৃতি বিষয়ে রিপোর্টের জন্য খ্যাতি লাভ করেন। তিনি মুক্তাগাছা উপজেলার পৌরসভার দুই নং ওয়ার্ডের মুজাটি গ্রামে জন্মগ্রহণ করেন । তার বাবার নাম ভবেশ দাস, মায়ের নাম মীরা দাস । দৈনিক জাহান পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর বাংলা পত্রিকা দৈনিক দিনকাল, দৈনিক অগ্নিশিখা, দৈনিক শ্বাশত বাংলা, ইংরেজি দি ডেইলি গুড মনিং এবং ১৯৯৯ সাল থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাংবাদিকতা করছেন । এছাড়াও বিডি নিউজ ২৪ ডটকম ব্লগ, সামহোয়ারইনব্লগ, কাগজ ব্লগে লিখেন ।

(এম/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test