E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে মিথ্যা সংবাদ প্রচার ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন প্রতিবাদ সভা

২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৪:৩৮:১১
ভৈরবে মিথ্যা সংবাদ প্রচার ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন প্রতিবাদ সভা

মিলাদ হোসেন অপু, ভৈরব : ভৈরবে মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারসহ বিভিন্ন মানুষের জমি দখল করার প্রতিবাদে তোফাজ্জল আলম উজ্জ্বল এর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভৈরব পৌর এলাকার জগ্ননাথপুর দক্ষিণপাড়া রেল গেইট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় কাউন্সিলর হাজী মো. ফজলু মিয়া, সমাজকর্মী আব্দুল হেলিম, মো. ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ভুক্তভোগী আরিফুর রহমান খোকন, ভুক্তভোগী খলিলুর রহমান, ভুক্তভোগী শামীম মিয়াসহ ৫ শতাধিক এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী আরিফুর রহমান খোকন বলেন, প্রতিপক্ষ তোফাজ্জল আলম উজ্জ্বল আমার ক্রয় করা ভোগদখলকৃত ভূমি দখল করার উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো ওয়ারিশান সনদের মাধ্যমে অবৈধভাবে আমার কেনা একই জমি পুনরায় কিনে জবরদখল করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে আমাকে ব্যক্তিগত, সামাজিক ও ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ ও হয়রানি করছে।

এছাড়া তিনি জানান, ২০২১ সালের ১১ অক্টোবর ভৈরব পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের মৃত ছোবেদ আলীর স্ত্রী ফুলফত নেছা ওরফে কুলসুম নেছার পুত্র মৃত লাল মিয়া ও মৃত আফসর উদ্দিনের ওয়ারিশগণের কাছ থেকে জগন্নাথপুর মৌজার আরওআর নং-৬৪৫২, বিএস নং-২০১৬ দাগের ২৬ শতাংশ ভূমি ক্রয় করে ভোগদখল করছে। কিন্তু তোফাজ্জল আলম উজ্জ্বল মৃত গফুর মিয়ার ওয়ারিশগণের মাধ্যমে ৪, ৫ ও ৬নং সংরক্ষিত মহিলা কাউন্সিল রোজি ইসলামের মাধ্যমে মিথ্যা ওয়ারিশান সনদ বের করে একটি দলিল সৃষ্টি করে ভূমি অফিসে খারিজের জন্য আবেদন জমা দেন। এ বিষয়টি অবগত হওয়ার পর উক্ত খারিজ আবেদনটি স্থগিত করার জন্য ভূমি অফিসে লিখিত আবেদন করা হয় এবং আবেদনের প্রেক্ষিতে ভূমি অফিস উজ্জ্বলের খারিজ আবেদন স্থগিত করে দেন এবং সঠিক ওয়ারিশান যাচাই-বাছাই করে প্রকৃত ওয়ারিশান সনাক্ত করার জন্য ভূমি অফিস কর্তৃক ভৈরব পৌর মেয়রকে নোটিশ প্রদান করেন।

৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. ফজলু মিয়া বলেন, তোফাজ্জল আলম উজ্জ্বল মৃত গফুর মিয়ার ওয়ারিশগণের মাধ্যমে ৪, ৫ ও ৬নং সংরক্ষিত মহিলা কাউন্সিল রোজি ইসলামের মাধ্যমে একটি মিথ্যা ওয়ারিশান সনদ বের করে জমির খারিজের জন্য ভূমি অফিসে আবেদন জমা দেন। পরে ভুক্তভোগী আরিফুর রহমান খোকন বিষয়টি অবগত হলে সে খারিজের আবেদনটি স্থগিত করার জন্য ভূমি অফিসে লিখিত আবেদন করেন এবং আবেদনের প্রেক্ষিতে ভূমি অফিস উজ্জ্বলের খারিজ আবেদন স্থগিত করে দেন। উক্ত ঘটনার জন্য ভূমি অফিস কর্তৃক ভৈরব পৌর মেয়রকে সঠিক ওয়ারিশান যাচাই-বাছাই করে প্রকৃত ওয়ারিশান সনাক্ত করার জন্য পৌর মেয়রকে নোটিশ দেন। নোটিশ পাওয়ার পর এলাকার মুরুব্বিদের সাথে কথা বলে সঠিক ওয়ারিশান সনাক্তের জন্য মেয়র আমাকে মৌখিকভাবে নির্দেশ প্রদান করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে একটি পত্রিকায় ভূয়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে এলাকায় আমার ভাবমূর্তি ক্ষুন্ন ও সামজিকভাবে হেয় করে।

এছাড়া তিনি বলেন, একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলের নিয়ম নেই সে একটি ওয়ার্ডের ওয়ারিশান সনদে স্বাক্ষর করা। কিন্তু সে নিয়ম বহির্ভূত এই কাজ করে যাচ্ছে। যার কারণে এলাকায় আমাকে অনেক সময় এই সব বিষয়ে বিব্রত অবস্থায় পরতে হচ্ছে। এছাড়া তিনি রোজি ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

এলাকার ব্যক্তিদের জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশে সহযোগিতাকারী তোফাজ্জল আলম উজ্জ্বলের বিরুদ্ধে স্থানীয় সচেতন এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এলাকাবাসীসহ ওই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দৃষ্টান্তমুলক বিচারের দাবি করেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, ভৈরব পৌর শহরের জগন্নাথপুর মৌজার আরওআর নং-৪৯৪২, বিএস নং-৩২৯ দাগের ৯.২৫ শতাংশ ভূমির মালিক খলিলুর রহমান, আরওআর নং- ৪৬১২, বিএস নং-৭৩/৭৪ দাগের ১২ শতাংশ ভূমির মালিক আলফু মিয়া গং এবং আরওআর নং-৪৯৩২ দাগের ৩৭.৫০ শতাংশ ভূমির মালিক মো. মগল মিয়া গংসহ জগন্নাথপুর মৌজায় থাকা বিভিন্ন অসহায় ও নিরিহ মানুষের ভূমি উজ্জ্বল জোরপূর্বক গ্রাস করছে। তার জমি দখলের অসৎ উদ্দেশ্যে অব্যহত থাকলেও নিরিহ ও অসহায় জমির মালিকগণ মুখ খুলতে ভয় পায়। তাই ভূমিদুস্য তোফাজ্জল আলম উজ্জ্বলের জোরপূর্বক দখলে থাকা সকল ভূমির প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়ে এবং সকল অপকর্মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ও জেলা প্রশাসনের কাছে ভুক্তভোগী জমির মালিকগণ ও এলাকাবাসী দাবি জানান।

(এম/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test