E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস পালিত

২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৪:৫৫:৩৫
নবীনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস পালিত

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পঞ্চবটিতে অবস্থিত সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণে আজ শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৪তম আবির্ভাব মহোৎসব পালিত হয়েছে।

আজ শুক্রবার সকালে সমবেত প্রার্থনা, সদগ্রন্থ পাঠ ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে মহোৎসবের সূচনা হয়। এরপর এক মাঙ্গলিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মহোৎসবের উদ্বোধন করেন নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস।

পরে 'অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে' শীর্ষক ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী, নবীনগরের কৃতি সন্তান প্রকৌশলী বিপুল চন্দ্র বণিক। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। ধর্মসভায় সভাপতিত্ব করেন সৎসঙ্গ নবীনগর শাখার সভাপতি নেপাল চন্দ্র দাস।

সৎসঙ্গের বিশ্বসেন চৌধুরীর উপস্থাপনায় ধর্মসভায় স্বাগত বক্তব্য রাখেন মহোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি ও নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু, স্থানীয় লোকনাথ আশ্রম কমিটির সভাপতি মানিক বিশ্বাস, সৎসঙ্গের পক্ষে পাবনা থেকে আগত ননী গোপাল দেব নাথ, কুমিল্লা থেকে আগত নিরঞ্জন দেবনাথ ও স্বস্থ্যয়ণী সুমিতা সরকার।

বক্তারা ঠাকুর অনুকূল চন্দ্রের রেখে যাওয়া তাঁর মন্ত্র ও আদর্শে উজ্জীবিত হয়ে সবার আগে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। এ সময় পঞ্চবটিতে নিজস্ব জায়গায় সৎসঙ্গের নতুন মন্দিরটি নির্মাণে আমন্ত্রিত অতিথিদের সার্বিক সহয়োগিতা চান সৎসঙ্গের নেতৃবৃন্দ। পরে আগত ভক্তবৃন্দের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।

(জিডি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test