E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে পানি পরীক্ষার ল্যাব ভবন উদ্বোধন

২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৮:১৯:১১
জামালপুরে পানি পরীক্ষার ল্যাব ভবন উদ্বোধন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পানির গুণগতমান পরীক্ষায় নবনির্মিত ল্যাবরেটরি ভবন উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণে স্থাপিত এ ল্যাবরেটরি ভবন উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপসহকারী প্রকৌশলী মো. মাজেদুর রহমান ও মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ প্রমুখ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জামালপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, পানির গুণগতমান পরীক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ৫৩ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে এই ল্যাবরেটরি ভবনটি নির্মাণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই ল্যাবে উন্নতমানের আধুনিক যন্ত্রপাতি স্থাপন করে ল্যাবের কার্যক্রম চালু করা হবে। এই ল্যাবে আর্সেনিক, আয়রন ও ক্লোরাইডের মাত্রাসহ ৪০টি প্যারামিটার টেস্টের মাধ্যমে পানির গুণগত মান নির্ণয় করা যাবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতাধীন পানির গুণগতমান পরীক্ষাসহ সাধারণ জনগণও নির্ধারিত ফি দিয়ে তাদের নলকূপের পানি এই ল্যাবে পরীক্ষা করাতে পারবে।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test