E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

র‌্যাবের কোম্পানি অধিনায়ক রফি’র পিপিএম পদক অর্জন

২০২২ ফেব্রুয়ারি ০৫ ১২:৪৯:৫০
র‌্যাবের কোম্পানি অধিনায়ক রফি’র পিপিএম পদক অর্জন

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : অসীম সাহসিকতা ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের এবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ মেডেল) পেয়েছেন। র‌্যাব-১৪ ময়মনসিংহের মধ্যে একমাত্র কিশোরগঞ্জের ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের এই পদকে ভূষিত হয়েছেন।

র‌্যাব ফোর্সেস সদর দপ্তর চলতি বছরের ৩০ জানুয়ারি এক চিঠি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

অপরাধ দমনে এবং র‌্যাবের একাধিক অভিযানে ব্যাপক সাফল্যের স্বীকৃতি স্বরূপ তিনি রাষ্ট্রীয়ভাবে এই জাতীয় পুরস্কার পেলেন। এর আগে ২০১৮ সালে তিনি আইজিপি পদক অর্জন করেন। এবার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ মেডেল) পেয়েছেন।

জানা গেছে, ২০১২ সালের ৩ জুন এএসপি (সহকারী পুলিশ সুপার) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর ২০১৪ সাল থেকে ২০১৮ সালের ৯ এপ্রিল পর্যন্ত তিনি সিআইডিতে কর্মরত ছিলেন। একই বছরের ১০ এপ্রিল পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে র‌্যাবে যোগদান করেন। রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের এর বাবার নাম মো. শামস্ উদ্দিন, মা রেহেনা বেগম। তার জন্মস্থান বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার খোদাবন্দবালা গ্রামে।

সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, এ অর্জন শুধুমাত্র ভৈরব র‌্যাব ক্যাম্পের জন্য নয়, পুরো র‌্যাব-১৪ এর সকলের জন্য। এই পদকপ্রাপ্তি বিরাট সম্মান ও মর্যাদার। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় এই পদক কর্মক্ষেত্রে কাজ করতে আরও উৎসাহ ও গতিশীলতা বাড়াবে।

রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের আরও বলেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সৃষ্টিকাল থেকেই অপরাধ দমণে কাজ করে যাচ্ছে। ফলে র‌্যাব সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

(এসএস/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test