E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রাহ্মণবাড়িয়ায় সরস্বতী পূজামণ্ডপ যেন এক ‘পাঠাগার’

২০২২ ফেব্রুয়ারি ০৬ ১৭:৫৬:৩৪
ব্রাহ্মণবাড়িয়ায় সরস্বতী পূজামণ্ডপ যেন এক ‘পাঠাগার’

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : 'এটিতো পূজামন্ডপ নয়, দেখে মনে হচ্ছে, এ যেন একটি পাঠাগার। এটি আগামি বছর সরস্বতী পূজায় সারাদেশের জন্য অনুকরণীয় একটি পূজামন্ডপ হতে পারে।'

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় অরুন সংঘের উদ্যোগে স্থাপিত সরস্বতী পূজা মন্ডপটি পরিদর্শন করতে আসা শতশত পূজার্থী মন্ডপটি দেখার পর এভাবেই তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন।

জানা গেছে, প্রতিবছরই অরুন সংঘের উদ্যোগে আখাউড়ায় অনুষ্ঠিত ওই স্কুল মাঠের সরস্বতী পূজায় কোন না কোন ব্যতিক্রমী আয়োজন থাকেই। এরই ধারাবাহিকতায় এবছর ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে পাঠাগারের আদলে এই নান্দনিক পূজামণ্ডপটি তৈরি করা হয়। তবে আয়োজকরা জানিয়েছেন, চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছর এই পূজা প্রাঙ্গণে কোন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়নি।

সরজমিনে দেখা গেছে, চমৎকার আয়োজনে দৃষ্টিনন্দন এ পূজামন্ডপটির মাঝখানে সরস্বতীর বিগ্রহ আর দুপাশে বইয়ের রেখে অসংখ্য বই। যারমধ্যে গোরা, শেষের কবিতা, নূরজাহান, পদ্মা নদীর মাঝি, সূর্য দীঘল বাড়ি, তিতাস একটি নদীর নাম, জননীর গল্প, সাতকাহন- এমন শতাধিক বই দুপাশের রেখগুলোতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। যা দেখলে মনে হবে, এটি পূজা মন্ডপ নয়, যেন একটি স্বয়ং পাঠাগার। এখানেই শেষ নয়। দেখা গেল, দূর দুরান্ত থেকে পূজা দেখতে আসা দর্শনার্থীদের মাঝে প্রচুর বইও বিলি করেছেন আয়োজকেরা।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা পাঠাগারের আদলে এমন পূজামণ্ডপে আসতে পেরে অনেককেই সেখানে সেলফি তুলে, উল্লাস করে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিতে দেখা গেছে।

পাঠাগারের আদলে এই চমৎকার পূজা মন্ডপের কারিগর মো. শাহাদাৎ হোসেন জানান, তিনি কুমিল্লার লাকসাম থেকে এসে এখানে এক নাগারে কয়েকদিন কাজ করে এই পূজামন্ডপটি তৈরী করেছেন।

এদিকে অরুন সংঘের সভাপতি, স্থানীয় সাংবাদিক ও সযস্কৃতিজন বিশ্বজিৎ পাল বাবু উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে গত কয়েক বছর ধরেই প্রতি বছর স্থানীয় অরুণ সংঘ আখাউড়ায় দুই দিনব্যাপী জাঁকজমপূর্ণ ব্যতিক্রমধর্মী নানা আয়োজন করে আসছে। এবছরও সরস্বতী পূজায় আমরা একটু ভিন্ন আঙ্গিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পাঠাগারের আদলে এবারের মন্ডপটি তৈরী করেছি।'

তবে তিনি জানান, এবার করোনা থাকায় অন্যান্য বছরের মতো এবার জমকালো সাংস্কৃতিক পর্বটি বাদ রাখা হয়েছে।

(জিডি/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test