E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোলায় অজ্ঞান পার্টির প্রধান আটক

২০১৪ সেপ্টেম্বর ২২ ১০:০৪:৩৮
ভোলায় অজ্ঞান পার্টির প্রধান আটক

ভোলা প্রতিনিধি : ভোলায় আবু তাহের নামে অজ্ঞান পার্টির প্রধানকে আটক করেছে পুলিশ। চেতনানাশক রাসায়নিক দ্রব্য ছিটিয়ে এক প্রাইমারি শিক্ষকের ঘরের মালামাল লুট করার সময় সংঘবদ্ধ চক্রের এক সদস্য আটক হওয়ার পর তার তথ্যের সূত্রে রবিবার ওই চক্রের ভোলা অঞ্চলের প্রধানকে আটক করা হয়।

বাংলাবাজর এলাকা থেকে আটকের পর স্থানীয়রা গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভোলা থানার ওসি মোবাশ্বের আলী জানান, আবু তাহেরকে প্রথমে দৌলতখান থানা পুলিশ আটক করে। পরে ভোলা থানায় আনা হয়।

দক্ষিণ দিঘলদী ইউপি চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন জানান, শুক্রবার রাতে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এমদাদ হোসেনের বাড়িতে চেতনানাশক ওষুধ ছিটিয়ে বাড়ির লোকজনকে অজ্ঞান করে মালামাল লুট করার সময় জনতার হাতে আটক হন সংঘবদ্ধ চক্রের সদস্য আব্দুর রহমানে। তার স্বীকারোক্তি অনুযায়ী দলের প্রধান আবু তাহেরের অবস্থান জানা যায়।

আটকের পর আবু তাহের জানায় চট্টগাম থেকে একটি গ্রুপ ভোলায় এসে তাদের এ কাজে নামতে উদ্বুদ্ধ করে। তারাই চেতনানাশক ওষুধ সরবরাহ করে থাকে। এদের চক্রই বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে থাকে। জেলাব্যাপী তাদের অধীন কাজ করছে ৫০/৬০ জন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test