E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন সমাবেশ 

২০২২ ফেব্রুয়ারি ০৮ ১৪:৪৮:৪২
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন সমাবেশ 

বগুড়া প্রতিনিধি : গ্যাস, বিদ্যুৎ  জ্বালানীসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধের মাধ্যমে দ্রব্যমূল্য কমানোর দাবিতে-বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার (৭ জানুয়ারি) সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা সমন্বয়ক কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না। বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক ও বাম গণতান্ত্রিক জোট নেতা কমরেড সাইফুল ইসলাম পল্টু, গণসংহতি আন্দোলন বগুড়া জেলা সমন্বয়ক কমরেড আব্দুর রশিদ, বাসদ বগুড়া জেলা সদস্যসচিব সাইফুজ্জামান টুটুল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, জেলা সম্পাদক সন্তোষ পাল এবং সঞ্চালনা করেন বাসদ জেলা সদস্য মাসুদ পারভেজ সহ প্রমূখ নেতৃবৃন্দ।

কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না বলেন, বিইআরসি ব্যবসায়ীদের স্বার্থেই এলপিজি'র মূল্যবৃদ্ধির মত গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। ভোক্তাদের স্বার্থ ও অভিযোগ আমলে না নিয়ে স্বেচ্ছাচারীভাবে একের পর এক জনদুর্ভোগ সৃষ্টিকারী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মাত্র কয়েকমাস আগে অস্বাভাবিকভাবে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির ধাক্কা মানুষ এখনো সামাল দিতে পারেনি। এর সাথে যুক্ত হয়েছে চালসহ খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি। ফলে সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে।

কমরেড সাইফুল ইসলাম পল্টু বলেন, এলপিজি ও অটো গ্যাসের মূল্য আবারও বৃদ্ধি করা হয়েছে। এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৬২ টাকা বাড়িয়ে ১২৪০ টাকা করা হয়েছে এবং গ্যাসের দাম ১১৭% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এলপিজি গ্যাস দীর্ঘ মেয়াদে চুক্তিতে ৯০% কেনার প্রস্তাব থাকলেও বাস্তবে স্পট মার্কেট থেকে ৭০% এলপিজি গ্যাস কেনা হচ্ছে। জ্বালানির দাম সব সময়ই ওঠা নামা করে। ফলে মজুদ বাড়ানোর উদ্যোগ এবং দীর্ঘ মেয়াদে চুক্তি থেকে ক্রয় করা না হলে মূল্য বৃদ্ধির বোঝা জনগণের কাঁধে পড়বে। অপর দিকে গভীর সমুদ্র ও স্থল ভাগের গ্যাসে গত ১০ বছরে অনুসন্ধান ও উত্তোলন না করে বেসরকারি ব্যক্তিবর্গের মুনাফার স্বার্থে এলপিজি গ্যাস ও বিদেশী গ্যাসের উপর দেশকে নির্ভরশীল করার চক্রান্ত চলছে। তিনি সরকারের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

সমাবেশে অন্যন্য নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত এক বছরে বেড়েছে ৫০ ভাগ থেকে ৮০ ভাগ। দেশের ১৭ কোটি মানুষ এখন বাজার সিন্ডিকেটের হাতে জিম্মি। আর এই সিন্ডিকেটের পাহারাদারের ভূমিকায় আছেন বর্তমান বিনা ভোটের স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সরকার। করোনায় দেশের জনগণের আর্থিক দুর্গতি যখন বেড়েছে, আয় কমেছে, চাকুরি হারিয়েছে। এরই মধ্যে ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধির ফলে বাস ভাড়া বেড়েছে, জনগণের জীবন যাত্রার ব্যয় বহুগুণে বেড়েছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে জনজীবন দুর্বিসহ সংকটে পড়বে। তাই বক্তাগণ বাজার সিন্ডিকেট ভেঙে এলপিজি গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের দাম কমানো, গ্রাম-শহরে ওএমএস এবং রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানান।

(এটিআর/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test