E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

২০২২ ফেব্রুয়ারি ০৮ ১৬:১৫:৫৬
জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ট্রেনে কাটা কামরুল আলম খান নামে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ।

গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে জামালপুর জংশন স্টেশনের আউটার সিগন্যালের কাছে বন্দেরপাড়া থেকে নিহত ওই ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে মঙ্গলবার সকালে নিহতের পরিবার লাশটিকে শনাক্ত করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত কামরুল ইসলাম খান জামালপুরে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। জামালপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহতের স্ত্রী বকুল আক্তার (৪৫) জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পর সকালে খবর পাই রেল পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। পরে জিআরপি থানায় গিয়ে তাকে শনাক্ত করি।

জামালপুর জিআরপি থানার ওসি গুলজার হোসেন জানিয়েছেন, কোন ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি। স্থানীয়রা জানায় রেললাইনের ওপর এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করা হয়। সকালে জিআরপি থানায় এসে পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করে।

ওসি আরও জানান, মৃত্যুর কারণ ময়নাতদন্তের রির্পোট হাতে আসার পর জানানো যাবে। এ ব্যাপারে জিআরপি থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test