E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে জমি দখলদারের বিরুদ্ধে প্রতিবাদ সভা মানববন্ধন

২০২২ ফেব্রুয়ারি ০৯ ১৫:০১:৩৪
ভৈরবে জমি দখলদারের বিরুদ্ধে প্রতিবাদ সভা মানববন্ধন

মিলাদ হোসেন অপু, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে জমি দখলদারের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ সভা মানববন্ধন করেন ভূক্তভোগী তোফাজ্জল আলম উজ্জলসহ এলাকাবাসী। 

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পৌর শহরের জগন্নাথপুর এলাকার কমলার মোড়ে এক প্রতিবাদ সভা শেষে মানববন্ধন করে ভূক্তভোগী তোফাজ্জলসহ স্থানীয়রা।

প্রতিবাদ সভায় এলাকার আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর আশরাফ আলীসহ ভুক্তভোগী শতাধিক লোক উপস্থিত ছিলেন।

ভূক্তভোগী তোফাজ্জল আলম উজ্জল প্রতিবাদ সভায় তার লিখিত বক্তব্যে বলেন, এলাকার ছোবেদ আলীর স্ত্রী ফুলমত নেছার পুত্র গফুর মিয়ার ওয়ারিশ গংদের কাছ থেকে জগন্নাথপুর মৌজার ২৬ শতক ভূমি ক্রয় করি আমি। কিন্তু ভূমি দস্যু আরিফুর রহমান খোকন ছোবেদ আলীর দ্বিতীয় স্ত্রী কুলসুমকে প্রথম স্ত্রী সাজিয়ে চক্রান্তের মাধ্যমে ভূয়া ওয়ারিশ দেখিয়ে সম্পত্তি দখল করতে চায় খোকন মাহমুদ। সে ভূমি অফিসে ভূমিটি খারিজ করতে চেষ্টা করছে। এলাকার কাউন্সিলর ফজলুর রহমানকে ম্যানেজ করে ভূয়া ওয়ারিশ দেখিয়ে আমার জমিটি দখল করতে খারিজে বাধা সৃষ্টি করছে খোকন। এলাকার অসংখ্য সাধারণ নিরীহ মানুষের জায়গা জমি কাউন্সিলর ফজলুর রহমান ভূয়া সনদে ওয়ারিশান কাগজে কিনে দখল করেছে বলে তার অভিযোগ। এই হয়রানী থেকে বাঁচতে তিনি সরকারের কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেছেন প্রতিবাদ সভায়।

এ বিষয়ে খোকন মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি, তোফাজ্জল আলমের অভিযোগ খন্ডন করে বলেন, আমি তাদের ভূমি দখল করেনি। বরং তারা আমার কেনা সম্পত্তি জোর করে কৌশলে খারিজ করে দখল করতে অপচেষ্টা চালাচ্ছে। কুলছুমের বৈধ সম্পত্তি আমি কিনেছি। তারা আমার কেনা সম্পত্তি দখল ছাড়ছেনা। এ বিষয়ে ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এলাকায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা মানববন্ধন করেছি। এ কারণে তারা আজ পাল্টা প্রতিবাদ সভা মানববন্ধন করেছে।

(এম/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test