E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনারগাঁয়ে আগুনে পুড়ে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু

২০২২ ফেব্রুয়ারি ১০ ১৭:০৭:৩৫
সোনারগাঁয়ে আগুনে পুড়ে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর উত্তর সেনপাড়া এলাকার একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিকল বাধা অবস্থায় রুমা আক্তার (৩২) নামে এক মানসিক প্রতিবন্ধী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়,আহত হয়েছেন নিহতের মা তাছলিমা বেগম। 

আগুনে কলোনির অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন
নিয়ন্ত্রণে আনে। নিহত রুমা আক্তার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিমবাগড়া এলাকার বাদশা মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, বুধবার রাত ৩টার দিকে উপজেলার কাঁচপুরে সেনপাড়া এলাকায় অবস্থিত ফজলুল হক ও মোতালেব মিয়ার কলোনিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ফজলুল হক কলোনীর ৩৩টি ও মোতালেব মিয়ার কলোনির ৮টি টিনশেড ঘরসহ অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে।

নিহত রুমা আক্তারের বড় বোন ঝুমা আক্তার জানান, তার মা কাচঁপুরে পোশাক কারখানায় কাজ করতেন। ছোট বোন রুমা আক্তার গত ৬ ফেব্রুয়ারী কাচঁপুরে তাদের ভাড়া বাসায় বেড়াতে আসেন। সে মানসিক প্রতিবন্ধী থাকায় তাকে শিকল দিয়ে বেধে রাখা হতো। রাত ৩টায় ঘরের চালে আগুন দেখে আমরা তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে আসি। পরে রুমার কথা মনে পড়লে তাকে বাচাঁতে মা এগিয়ে যান এবং নিজে অগ্নিদগ্ধে আহত হয়েও রুমাকে বাঁচাতে পারেননি। রুমা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

বাড়ির মালিক ফজলুল হক ও মোতালিব মিয়া বলেন,আগুনে তাদের টিনশেড ঘর ও ভাড়াটিয়াদের মালামাল সহ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তাদের ধারণা নেই।

ডেমরা ফায়ার স্টেশনের জৈষ্ঠ্য স্টেশন কর্মকর্তা ওসমান গনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

(বিএস/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২২)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test