E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে ডিসি-ইউএনওর নম্বর ক্লোন করে অর্থ দাবি

২০২২ ফেব্রুয়ারি ১০ ১৮:২১:০৯
লক্ষ্মীপুরে ডিসি-ইউএনওর নম্বর ক্লোন করে অর্থ দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্নজনের কাছ থেকে অর্থ দাবি করেছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশের মোবাইল নম্বরও ক্লোন করেছে প্রতারক চক্র।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে প্রতারক চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুই কর্মকর্তা।

এদিকে এ ঘটনায় কেউ যেন প্রতারণার শিকার না হয়, সে জন্য সবাইকে সতর্ক করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জেলা প্রশাসক ও ইউএনও।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ‘আমার সরকারি মোবাইল নম্বরটি একটি প্রতারক চক্র ক্লোন করেছে। চক্রটি বিভিন্নজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর থেকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। চক্রটির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে দাফতরিক নম্বরটি ক্লোন করে সম্প্রতি বিভিন্নজনের কাছ থেকে অর্থ দাবি করা হচ্ছে বলে প্রতারক চক্রের হাত থেকে সবাইকে সতর্ক করতে রায়পুরের ইউএনও ফেসবুকে একটি পোস্ট করেন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও অঞ্জন দাশ জানান, প্রতারক চক্র তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্নজনকে সুযোগ-সুবিধা পাওয়ার প্রলোভন, ভয় ও হুমকি প্রদর্শন করে অর্থ দাবি করছে। এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। প্রতারক চক্রটি কারও কাছ থেকে কোনো অর্থ দাবি করলে তাকে জানানোর জন্য অনুরোধ করেন। প্রতারক চক্রকে ধরিয়ে দিতে সবার কাছে আহ্বান জানান তিনি।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test