E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ষড়যন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ 

কৈখালি ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

২০২২ ফেব্রুয়ারি ১০ ১৮:৪৭:৩৫
কৈখালি ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পুলিশের হামলায় চেয়ারম্যানসহ গ্রামবাসী আহত হয়েছেন । অথচ সেই চেয়ারম্যানে ও গ্রামের লোকজনকে আসামি করে শ্যামনগর থানা পুলিশ আরও একটি মামলা চাপিয়ে দিয়েছে অভিযোগ করে গ্রেপ্তার হওয়া কৈখালি ইউপি চেয়ারম্যান আবদুর রহিমের মুক্তি দাবি করেছেন তার স্ত্রী রোকসানা পারভিন। তিনি বলেন আমার স্বামী ষড়যন্ত্রের শিকার। তার ওপর একটির একটি মামলা  দিয়ে ৫৩ টি মামলা চাপানো হলেও এখন হাতেগোনা কয়েকটি রয়েছে মাত্র। এসব মামলায় তিনি উচ্চ আদালতের জামিনে রয়েছেন। তা সত্ত্বেও পুলিশ তাকে কমান্ডো স্টাইলে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছেন চেয়ারম্যান আবদুর রহিমের স্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, বুধবার বেলা ১১ টার দিকে তার স্বামী আব্দুর রহিম মোটরসাইকেল যোগে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। এসময় কতিপয় ব্যক্তি তার পথরোধ করে গাড়ি থামিয়ে তাকে বেধড়ক মারপিট করতে থাকে। তিনি মার খেয়ে লুটিয়ে পড়লে তার গলার ওপর পা তুলে তাকে হত্যার চেষ্টা করা হয়। পরে তারা নিজেদের পুলিশের লোক দাবি করে তার হাতে হাতকড়া পরায়। এসময় গ্রামবাসী বাধার সৃষ্টি করলে পুলিশের তান্ডবে ৩০ জন আহত হন। লিখিত অভিযোগে তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সাদা পোশাকধারী কয়েক পুলিশ সদস্য প্রকাশ্যে মারপিট করতে পারে কিনা এবং এটা মারবাধিকারের লঙ্ঘন কিনা এমন প্রশ্ন রেখে তিনি এই হামলাকারীদের বিচার দাবি করেন।

রোকসানা পারভিন আরও বলেন, চেয়ারম্যান আব্দুর রহিম কখনও কোনো দল করেন না। আগের পিরিয়ডেও তিনি চেয়ারম্যান ছিলেন জানিয়ে তিনি বলেন তার বিরুদ্ধে একের পর এক মোট ৫৩ টি হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়। এমনকি ভোটের সময় তিনি সন্ত্রাসী হামলার ভয়ে তার নিজের ভোটও দিতে পারেননি। এমন অবস্থায় জনপ্রিয় এই ব্যক্তি আবারও চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি বলেন, হয়রানিমূলক মামলার বেশিরভাগ খারিজ হয়ে গেছে। তবে ছয়টি চেকের মামলায় তার এক বছর করে সাজা হলেও এবারের ইউপি নির্বাচনের আগে এসব মামলার অবস্থা বিবেচনায় তার মনোয়নপত্র বৈধ বলে ঘোষনা করে নির্বাচন কমিশন। ফলে নির্বাচনে প্রতিদ্বন্বিতায় কেনো বাধা ছিল না। পঞ্চম ধাপের নির্বাচনে জয়লাভের পর আগারি ১৪ ফেব্রুয়ারি তার শপথ গ্রহনের দিন ধার্য রয়েছে। তিনি যাতে শপথ গ্রহন করতে না পারেন সেই জন্যই তাকে গ্রেফতার করেছে পুলিশ। আর এর পেছনে রয়েছে স্থানীয় একটি ষড়যন্ত্রকারী মহল।

রোকসানা পারভিন সংবাদ সম্মেলনে বলেন, আমার স্বামীকে বিভিন্ন সময় খুন জখম করে হত্যার চেষ্টা করা হয়েছে। এতেও ক্ষান্ত না হয়ে পুলিশ তাকে পুলিশের ওপর হামলার ভুয়া মামলা সাজিয়ে আরও এক দফা হয়রানির আয়োজন করেছে। এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি তার মুক্তি দাবি করেন। একই সাথে এসবের নেপথ্যে থাকা মহলটিকে চিহ্নিত করে তাদেরও বিচার দাবি করেন। তার ওপর হামলার জন্য মানবাধিকারের লঙ্ঘন হয়েছে জানিয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ব্যবস্থা গ্রহনেরও দাবি জানান।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test