E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুর্গাপুরে ৪ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত

২০১৪ সেপ্টেম্বর ২২ ১৫:২৩:১১
দুর্গাপুরে ৪ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বন্যার পানি বাড়ছে ।

সোমবার সরজমিনে গিয়ে দেখা গেছে দুর্গাপুরের ভিতর দিয়ে প্রবাহিত সোমেশ্বরী নদীর পানি উপচে পড়ে বিভিন্ন এলাকায় প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা খুশি মোহন সরকার জানান সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার ১৯০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান উপজেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে রোপা আমন পানির নীচে তলিয়ে গেছে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে ব্যাপক ক্ষতির সম্ভবনা রয়েছে।

তাছাড়া বিভিন্ন সবজীর ক্ষতি সাধনের সম্ভবনা আছে । উপজেলার কুল্লাগড়া, গাঁওকান্দিয়া, কাকৈরগড়া,বাকলজোড়া, চন্ডিগড়, দুর্গাপুর, বিরিশিরি ইউনিয়নের অধিকাংশ জায়গায় পানির নীচে। পৌরসভার শিবগঞ্জ বাজার, মুজিবনগর, চরমোক্তার পাড়া, বোকাইকান্দাসহ বন্যার পানিতে তলিয়ে গেছে। বর্তমানে দুর্গাপুর ও শিবগঞ্জ বাজারের ফেরী চলাচল বন্ধ রয়েছে।

(এনএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test