E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবের সেই ইউপি চেয়ারম্যান লিটন জামিনে মুক্ত

২০২২ ফেব্রুয়ারি ১১ ১৫:৩৩:৪১
ভৈরবের সেই ইউপি চেয়ারম্যান লিটন জামিনে মুক্ত

মিলাদ হোসেন অপু, ভৈরব : শপথ নিতে গিয়ে গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেফতার হওয়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া আদালত থেকে জামিন পেয়েছেন। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক পার্থ ভদ্র লিটনের জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান লিটন মিয়া কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে শপথ নেয়ার পর বাড়ি ফেরার পথে জেলা প্রসাশক কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ ডিবির একটি টিম ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

জানা গেছে, কিশোরগঞ্জের ভৈরবে গত ২৬ ডিসেম্বর চতুর্থধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দিন কালিকাপ্রসাদ ইউনিয়নের খাসখাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের ঘটনায় সাধারণ জনতা পুলিশের উপর আক্রমন করে। এই ঘটনায় নির্বাচনের দিন রাতে পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় একটি পুলিশ এ্যাসল্ট মামলা করেন। এই মামলায় সতন্ত্রপ্রার্থী হিসেবে জয় হওয়া নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিটন মিয়াকে প্রধান আসামি করা হয়।

ভৈরব থানা সূত্রে জানায়, লিটন মিয়াকে গ্রেফতারের পর আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়। পুলিশ ওই মামলার চার্জশীট বৃহস্পতিবার আদালতে দাখিল করে। মামলার অভিযোগ থেকে চেয়ারম্যান লিটন মিয়া ও তার ভাতিজা ফজলুল কবিরকে অব্যাহতি দিয়ে বাকী ৪ জনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশীট পাঠায় পুলিশ। চার্জশীটে চেয়ারম্যান লিটনের নাম বাদ দেয়ায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রিগান মোল্লা জানান, পুলিশ এ্যাসল্ট মামলার চার্জশীটে চেয়ারম্যান লিটনসহ দুজনের নাম বাদ দেয়া হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে লিটন মিয়া চশমা প্রতীকে ১১ হাজার ২৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফারুক মিয়া নৌকা প্রতীকে পেয়েছিলেন ৬ হাজার ৭৩৩ ভোট।

(এম/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test