E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগরে বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ দুই চোরাকারবারী আটক

২০২২ ফেব্রুয়ারি ১২ ১৮:৪৫:০৩
শ্যামনগরে বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ দুই চোরাকারবারী আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আমদানি নিষিদ্ধ ভারতীয় বিপুল পরিমাণ ঔষধসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলাপর সীমান্তবর্তী কৈখালী স্লুইজ গেটের পশ্চিম পাশ থেকে তাদের আটক হয়।

আটক দুই চোরাকারবারী হলেন, শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের হাবিবুল্যাহর ছেলে আলামিন (২০) ও একই গ্রামের হাফিজুরের ছেলে সাব্বির হোসেন (১৯)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবির সুবেদার মতিউর রহমান প্রামানিকের নেতৃত্বে বিজিবির একটি চৌকসদল শুক্রবার রাত ১০টার দিকে সীমান্তবর্তী কৈখালী স্লুইজ গেটের পশ্চিম পাশে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে বস্তাভর্তি ভারতীয় আমদানী নিষিদ্ধ ৬ লাখ ৮৯ হাজার ৯২৫ টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের এ্যালবুমিন ইনজেকশান, কটিকট্রোফিন ইনজেকশানসহ ডায়াবেটিক ও এনজাইম ট্যাবলেটসহ উক্ত দুই চোরাকারবারীকে আটক করা হয়। এসময় পরিবহনকাজে ব্যবহৃত একটি ভারতীয় হিরোহোন্ডা মোটর সাইকেলও জব্দ করা হয়।

বিজিবি আরো জানায়, উক্ত মালামালসহ আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা হয়েছে। আটক দুই চোরাকারবারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

েআরকে/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test