E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিকআপ ভ্যান চাপায় পাঁচ ভাইয়ের মৃত্যু

চকরিয়ার সেই পরিবারটির পাশে প্রধানমন্ত্রীকে দাঁড়ানোর দাবি

২০২২ ফেব্রুয়ারি ১৩ ১৫:৩৬:৪১
চকরিয়ার সেই পরিবারটির পাশে প্রধানমন্ত্রীকে দাঁড়ানোর দাবি

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ‘রাষ্ট্রকেই এই মুহূর্তে সবার আগে পরিবারটির পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যদি তাঁর অতীতের বহু ঘটনার ন্যায় নিজে বিশেষ কোন উদ্যোগ নেন, তবেই হয়তো নিঃস্ব ও অসহায় এই পরিবারটি বেঁচে যাবে। তাই আমরা নবীনগরের কথার এই ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রথানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে স্বজন হারানো এই হতভাগ্য পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি।’

কক্সবাজারের চকরিয়ায় সম্প্রতি বাবার শ্রাদ্ধ করতে এসে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে একই সঙ্গে পাঁচ ভাই নিহত হওয়ার ঘটনার স্মরণে গতকাল শনিবার রাতে নবীনগরের কথা নিউজ পোর্টালের উদ্যোগে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এক স্মরণ অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনেরা এ দাবি জানান।

দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি ও নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপুর পরিকল্পনা ও সঞ্চালনায় ওই স্মরণ অনুষ্ঠানে অংশ নেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার জ্যোতির্ময় বড়ুয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনীন্দ্রনাথ, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. আলাল উদ্দিন, চট্টগ্রাম জেলা বৌদ্ধ আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জয়দত্ত বড়ুয়া ও দৈনিক কালের কণ্ঠের কক্সবাজারের চকরিয়া প্রতিনিধি ছোটনকান্তি নাথ।

বক্তারা আকস্মিক ওই সড়ক দূর্ঘটনায় একটি পরিবারের পাঁচ পাঁচজন কর্মক্ষম অভিভাবককে হারিয়ে বর্তমানে চরম আর্থিক সংকটে নিমজ্জিত সংখ্যালঘু ওই নিঃস্ব পরিবারটির জন্য একটি স্থায়ী জায়গার বন্দোবস্তুসহ পরিবারটির পুনর্বাসনের জন্যও সদাশয় সরকারের কাছে উদাত্ত দাবি জানান।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি বাবার শ্রাদ্ধ করতে এসে শ্রাদ্ধের মাত্র কিছুক্ষণ আগে রাস্তার পাশে দাঁড়ানো থাকা অবস্থায় একটি পিকআপ ভ্যানের চাকার নীচে পিষ্ট হয়ে চকরিয়া থানার হাসিনা পাড়া গ্রামের মৃত সুরেশ চন্দ্র সুশীলের পাঁচ সন্তান অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল নির্মমভাবে নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত সুরেশ চন্দ্রের আরও দুই ছেলে ও এক মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাথীন রয়েছেন। এ নির্মম ঘটনাটি দেশে ও বিদেশে ব্যাপক প্রচার পায়।

(জিডি/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test