E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পার্বত্য অঞ্চলে এবারও জিপিএ-৫-এ সেরা কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

২০২২ ফেব্রুয়ারি ১৩ ১৮:৩৬:২৯
পার্বত্য অঞ্চলে এবারও জিপিএ-৫-এ সেরা কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি পার্বত্য অঞ্চলে কাপ্তাই নৌবাহিনীর স্কুল এন্ড কলেজ  (এইচএসসি) পরীক্ষায় এবার প্রথম বারে শীর্ষ স্থান অধিকার অর্জন করেছেন। অপরদিকে জিপিএ-৫-এর হিসেবে প্রথম স্থানে রয়েছে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ।আজ সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজেের সাফল্যের এ চিত্র উঠে আসে।

ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার এম নুরের আলম সিদ্দীকি বলেন, এ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে সেরা শিক্ষার্থীরাই পড়াশোনা করে। তাদের শ্রম এবং শিক্ষক-অভিভাবকের যথাযথ নির্দেশনার কারণেই ফলাফলে আমাদের অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে।’

চট্টগ্রাম বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবারও কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এগিয়ে আছে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন।

তিনি আরো জানান, এই বছরে আমাদের কলেজ প্রতিষ্ঠান হতে এইচ এস সি দিয়েছে বিজ্ঞান বিভাগে ৭১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭ জন পরীক্ষার্থী সহ সর্বমোট ১শত ৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাস করেছেন।

জিপিএ -৫ পেয়েছে ৪০ জনের মধ্যে মধ্যে ৩২ জন বিজ্ঞান বিভাগে ও ব্যবসা শিক্ষা বিভাগে ৮ জন।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test