E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪ দিনেও উদঘাটন হয়নি স্কুলশিক্ষিকা গীতা হত্যার রহস্য

২০২২ ফেব্রুয়ারি ১৩ ১৮:৪৮:৫৪
৪ দিনেও উদঘাটন হয়নি স্কুলশিক্ষিকা গীতা হত্যার রহস্য

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষিকা (অব.) গীতা রানী পালকে (৭২) বালিশ চাপা দিয়ে হত্যাকাণ্ডের রহস্য চার দিনেও উদঘাটন হয়নি। এতে অনেকটা হতাশ তার পরিবার-স্বজনসহ এলাকাবাসী।

শনিবার দুপুরে দু'জন অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি নিহতের ঘটনাস্থল পরিদর্শনে এলে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহত গীতা রানীর পরিবার।

নিহত গীতা রানী পাল উপজেলার কেরোয়া ইউপির উত্তর কেরোয়া গ্রামের পাল বাড়ীর বৃদ্ধ দ্বীনেশ চন্দ্র পালের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা স্ত্রী।

এ সময় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মংথাই মারমা, ওসি শিপন বড়ুয়া, মামলার তদন্ত কর্মকর্তা মো. জুয়েল, মামলার বাদি বিপ্লব বিহারি পালসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গীতা রানী পাল প্রায় ১০ বছর আগে পুর্ব মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেন। তার স্বামী মাছিমপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষকসহ দুই মেয়ে ও এক ছেলে কক্সবাজারের রেলওয়ে প্রজেক্টের হিসাব রক্ষক। গীতা রানী ও তার স্বামী বাড়িতে একাই বসবাস করতেন।

গত মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে গীতা রানী ও তার স্বামী খাবার খেয়ে পৃথক কক্ষে ঘুমিয়ে পড়েন। বিকেল সাড়ে ৫টার দিকে গীতা রানীকে খাটের উপর মৃত অবস্থায় দেখতে পেয়ে স্বামী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। দুর্বৃত্তরা গীতা রানীকে বালিশ চাপা দিয়ে তার কান, গলা ও হাত থেকে দুই ভরি স্বর্ণ নিয়ে যায়। তিন ঘন্টা পর পুলিশ এসে গীতা রানীর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পারিবারিক ভাবে শেষকৃত্য করা হয়।

এ ঘটনায় নিহতের ছেলে বিপ্লব বিহারি পাল বাদি হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় রীনা রানী নামের এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে কপালে, কানে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। যা পূর্বপরিকল্পিত ও প্রতিহিংসামূলক হত্যাকাণ্ড বলে পরিবারের ধারণা।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা বৃদ্ধা হত্যার ঘটনায় মামলা হয়েছে। তিনি কিভাবে মারা গেলেন বা তাকে কেন হত্যা করা হলো তা গভীর ভাবে তদন্ত হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে বোঝা যাবে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test