E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিগঞ্জের নলতায় ফ্যাকো মেশিনের সাহায্যে চক্ষু অপারেশন শুরু

২০২২ ফেব্রুয়ারি ১৩ ২২:৫৯:৫৫
কালিগঞ্জের নলতায় ফ্যাকো মেশিনের সাহায্যে চক্ষু অপারেশন শুরু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে পাক রওজা শরীফের  আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নতুন সংযোগন হিসেবে রবিবার থেকে অত্যাধুনিক ফ্যাকো মেশিনের সাহায্যে মনোরম পরিবেশে চোখের ছানি পড়া রোগীদের স্বল্প খরচে বেলা দেড়টা থেকে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। 

কালিগঞ্জ উপজেলার মকুন্দ মধুসূদনপুর (এম এম পুর) গ্রামের আব্দুল আজিজ এর স্ত্রী জোহরা খাতুন (৫৫) এর বাম চোখে লেন্স সংযোজনের মাধ্যমে নতুন এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। ঢাকা লায়ন্স চক্ষু ইন্সটিটিউট এন্ড হাসপাতালের কনসালটেন্ট ও আবাসিক সার্জন ডাঃ আবুল হোসেন এর নেতৃত্বে প্রথম দিন প্রায় ৪০ জন চক্ষু রোগীর অপারেশন করা হয়।

উল্লেখ্য, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পরিচালনায় মিশন প্রাঙ্গণে ১৯৯১ সাল থেকে সামান্য ফিসের মাধ্যমে চক্ষু রোগীদের চিকিৎসা কার্যক্রম চলমান থাকলেও ২০১৭ সালের ১জানুয়ারি থেকে নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ্জ মৌ. আনছার উদ্দিন আহমদ'র বিশেষ উদ্যোগে অত্র আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি নলতা অডিটোরিয়াম এর দক্ষিণ পার্শ্বে সু-বিশাল জায়গায় অবস্থিত হওয়ায় হাসপাতালটিতে চক্ষু, গাইনী, দন্ত, মেডিসিন সহ নানা বিষয়ে চিকিৎসা কার্যক্রম চালু ও পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত গতিতে এগিয়ে চলেছে।

প্রতিদিন স্থানীয় সহ বিভিন্ন এলাকা হতে আগত নানান ধরণের অসংখ্য রোগীর স্বল্প খরচে মানসম্মত চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া হাসপাতালটির পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ চোখে পড়ার মত।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test