E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার বড়বাজারে তুচ্ছ ঘটনায় ব্যাবসায়ীদের তুমুল সংঘর্ষ 

২০২২ ফেব্রুয়ারি ১৩ ২৩:১৫:৪৭
সাতক্ষীরার বড়বাজারে তুচ্ছ ঘটনায় ব্যাবসায়ীদের তুমুল সংঘর্ষ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার সুলতানপুরস্থ বৃহত্তম পাইকারী বাজার বড়বাজারে তুচ্ছ ঘটনায় মুদি ব্যবসায়ী ও কাঁচামাল ব্যবসায়ীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছে। রোববার সকালে এঘটনা ঘটে। এ ঘটনায় দু’পক্ষই পাল্টাপাল্টি সমাবেশ করে। এতে প্রায় ৬ ঘন্টা বন্ধ থাকে বৃহত্তম এই পাইকারী বাজার। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যাবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, সকালে ভ্যানে করে কাঁচামাল নিয়ে প্রদীপ নামের একজন ব্যবসায়ী বড়বাজারে আসেন। ভ্যান বাজারের মধ্যে ঢুকানোর কারণে মুদি ব্যবসায়ী আব্দুর রউফের ছেলে ফারুক হোসেন প্রদীপকে মারপিট করে। পরে মুদি ও কাঁচামাল ব্যবসায়ীদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এতে তিনজন আহত হন। পরে এঘটনার বিচার না পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

কাঁচামাল ব্যাবসায়ীদের নেতা কামরুজ্জামান মুকুল অভিযোগ করেন, মুদি ব্যবসায়ীরা সবসময় তাদের মারপিট করে। এজন্য তারা রবিবার দুপুর থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট দিতে বাধ্য হয়েছিলেন। তবে সদর থানা পুলিশের আহবানে থানায় বসে বিষয়টি নিস্পত্তি করা হয়।

তবে মুদি ব্যবসায়ী আব্দুর রউফ জানান,কাঁচামালের ভ্যানের কারণে আমাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান,দুইপক্ষকে থানায় ডেকে আলোচনার মাধ্যমে ভুল বোঝা-বুঝির অবসান ঘটানো হয়েছে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test