E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাচার জমি দখল করতে ৩০টি পিলার ও কাটা তারের বেড়া কেটে ফেললেন সেনা সদস্য বাবলু

২০২২ ফেব্রুয়ারি ১৪ ১৮:৫১:৩৩
চাচার জমি দখল করতে ৩০টি পিলার ও কাটা তারের বেড়া কেটে ফেললেন সেনা সদস্য বাবলু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রকাশ্য দিবালোকে চাচা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের ২১ শতক জমির কাটা তারের বেড়া কেটে ও ৩০টি সিমেন্টের পিলার ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সদরের বৈচানা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাবলুর রহমানের বিরুদ্ধে।

আজ সোমবার সকালে টহলরত বিজিবি সদস্য ও সাধারণ মানুষের সামনে বাবলুর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এ ভাঙচুর চালান।

শহরের মধ্য কাটিয়ার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের ছেলে এসএম জিন্নাহ জানান, তারা শহরে বসবাস করার দুর্বলতাকে কাজে লাগিয়ে তার চাচাত ভাই হাসানুজ্জামান বাবলু তার পৈতৃক সূত্রে প্রাপ্ত ৯৩ শতক রেকডীয় জমি জবরদখলের চেষ্টা করে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় বাবলু তাদের শাখরা বাজারের ৪২ শতক জমির ২১ শতাংশ অনুযায়ি সামনের অংশ না নিয়ে পুরো সামনের অংশ দখলে নেওয়ার চেষ্টা হিসেবে কয়েকটি পাকা দোকানঘর বানানোর চেষ্টা চালায়। এ ঘটনায় তিনি বাদি হয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সম্প্রতি একটি মামলাও করেছেন। এরপর তারা ওই জমির সামনের ২১ শতাংশের সামনের অংশ হিসেবে সিমেন্টের পিলার ও কাটা তারের বেড়া দেন।

সোমবার সকালে তারা ওই জমিতে টাঙানো বেড়া মজবুত করার সময় বাবলুর নেতৃত্বে বিএনপি নেতা সাইফুল্লাহ, আব্দুল গণি ও আসাদুলসহ ১২/১৩জন বেড়া কাটা ও পিলার ভাঙচুর শুরু করেন। বাধা দেওয়ায় তার শ্রমিক আসলাম, বাবু, সায়েদসহ কয়েকজনকে মারপিট করা হয়। খবর পেয়ে বাজারের লোকজন ও টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুঁটে এলে বেগতিক বুঝে তারা চলে যায়। পরে সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদেরকেও ধাওয়া করে বাবলু ও তার লোকজন।

শাখরা বাজারের কয়েকজন ব্যবসায়ি জানান, অবসরে যাওয়ার পর বাবলু শাঁখরা বাজারে সিমেন্টের ব্যবসা শুরু করেন। একপর্যায়ে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। চাচা আব্দুর রহমান শহরের কাটিয়ায় বসবাস করার সংযোগে বাজারের পাশের য়ৌথ মালিকানাধীন ৪২ ধতন জমির সামনের অংশটাই জবরদখল করে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেওয়ার পরিকল্পনা শুরু করেন।

এ ব্যাপারে হাসানুজ্জামান বাবলু বলেন, তিনি কখনই মাদকাসক্ত নন। তার জমিতেই তিনি দোকান ঘর নির্মাণ করছেন। ওই জমিতে তার চাচাত ভাই জিন্নাহ এর নেতৃত্বে কাটা তারের বেড়া ও সিমে্েটর পিলার দিয়ে ঘেরা দেওয়ার সময় তিনি তা তুলে দিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test