E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় মন্দিরের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন 

২০২২ ফেব্রুয়ারি ১৪ ২৩:০৯:০২
সাতক্ষীরায় মন্দিরের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা মন্দিরের জমি জাল দলিল তৈরি করে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদরের শত বছরের ব্রহ্মরাজপুর শ্রী শ্রী মহা কাল ভৈরব মন্দিরের সেবায়াত ডিবি স্কুলের প্রক্তান শিক্ষক শ্যামা প্রসাদ বসু (রঘু) ও তার ছেলে সান্তনু বসু মন্দিরে জমির জাল দলিল তৈরি করে বিক্রয়ের প্রতিবাদ করায় এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ব্রহ্মরাজপুর শ্রী শ্রী মহা কাল ভৈরব মন্দির চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।

সাধন মল্লিকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ৮ নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজান চৌধুরী, বাবু নিলিপ কুমার মল্লিক, রবীন্দ্রনাথ কর্মকার, মাধাই মন্ডল, মিন্টু কুমার সাহা, তারোক দেবনাথ, দেবাশীষ মন্ডল প্রমুখ।

বক্তরা বলেন, একজন শিক্ষক হয়ে মন্দিরের জমি কিভাবে জাল দলিল তৈরি করে তার সন্তানের মাধমে বিক্রয় করে। তিনি আমাদের বিশ্বাস ভেঙে ধর্মীয় অনুভূতিতে আঘাত এসেছে। তিনি মন্দিরের সেবায়েত হয়ে হিন্দু সমপ্রদায়ের মানুষের সাথে প্রতারণা জালিয়াতি করে মানুষে মনে অাঘাত এনেছে আমরা তার শাস্তি চাই এবং আমাদের নামে হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবী জানায় এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, ব্রহ্মরাজপুর শ্রী শ্রী মহা কাল ভৈরব মন্দিরের ৬৯১০, ৬৯১১,৬৯১২,৬৯১৩,ও ৬৯১৪ দাগের মোট ১.৩৩ একর জমির ভেতরে প্রায় ২ বিঘা জমি ডিবি স্কুলের প্রক্তান শিক্ষক শ্যামা প্রসাদ বসু ( রঘু ) ও তার ছেলে সান্তনু বাসু জাল দলিল তৈরি করে বিক্রয় করে দেন

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test