E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুলিয়ারচরে ওএমএস’র চাল আটা কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

২০২২ ফেব্রুয়ারি ১৫ ১৬:০৬:৩৭
কুলিয়ারচরে ওএমএস’র চাল আটা কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ন্যায্য মূল্যে ওএমএস এর চাল ও আটা কিনতে ক্রেতাদের উপচে পড়া ভীর হতে দেখা গেছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুলিয়ারচর থানা সংলগ্ন বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডিলার মো. কামাল উদ্দিনের ওএমএস ট্রাকসেল (দোকান)- এ গিয়ে দেখা যায়, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তর এর বাস্তবায়নে ন্যায্য মূল্যে ওএমএস এর চাল ও আটা কিনতে নারী পুরুষ ভীর জমিয়ে আছে।

ডিলার মো. কামাল হোসেন বলেন, গত ২০২১ সালের ২০ ডিসেম্বর থেকে এখানে ন্যায্য মূল্যে ওএমএস এর চাল ও আটা বিক্রয় করে আসছেন তিনি। প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এখানে প্রতি কেজি চাল ৩০ টাকা মূল্যে প্রতিজনের মাঝে ৫ কেজি করে ও প্রতি কেজি আটা ১৮ টাকা মূল্যে প্রতি জনের মাঝে ৫ কেজি করে বিক্রয় করা হচ্ছে। এই কেন্দ্রে প্রতিদিন ১ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা বিক্রয় করা হয়। প্রতিদিনই স্থানীয়রা ভীর জমায় ন্যায্য মূল্যে চাল ও আটা কিনতে। ক্রেতাদের তুলনায় চাল এবং আটার পরিমাণ কম থাকায় অনেক ক্রেতাই চাল ও আটা না পেয়ে ফিরে যেতে হয়।

এ সময় কথা হয় ন্যায্য মূল্যে চাল ও আটা কিনতে আসা অনেক ক্রেতার সাথে। তারা ন্যায্য মূল্যে ভালো মানের চাল ও আটা পেয়ে সন্তোষ প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test