E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উদ্বোধনের এক ঘণ্টা পরই দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী সমাপ্ত!

২০২২ ফেব্রুয়ারি ১৬ ২৩:২৪:০৭
উদ্বোধনের এক ঘণ্টা পরই দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী সমাপ্ত!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : উদ্বোধনের এক ঘণ্টা পরই দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী সমাপ্তি। মেলা শেষে সমাপনী অনুষ্ঠান ছাড়াই স্টলে স্টলে পৌচ্ছে দেয় স্টল দাতাদের সমাপণী সনদ। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল আয়োজনে আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রাণি প্রদর্শণী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার দুপুর ১টায় উপজেলা প্রাঙ্গণে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের এক ঘণ্টা পরই প্রাণি সম্পদ প্রদর্শনী শেষ করে দেয় কর্তৃপক্ষ। সমাপনী অনুষ্ঠান ছাড়াই প্রর্দশনীতে আগত স্টল দাতাদের পুরস্কার ও সনদ তুলে দেয়।

উপজেলা প্রাঙ্গণে প্রর্দশনী দেখতে আসা আগত দর্শনার্থীরা বলেন, ফেসবুকে উপজেলা প্রাণি মেলা হয়েছে তা দেখে দুপুর আড়াইটায় দিকে আমার সন্তানকে নিয়ে বিভিন্ন প্রাণি দেখাতে নিয়ে আসি কিন্তু উপজেলা প্রাঙ্গণে এসে দেখি মেলার স্টল খালি। শুধুমাত্র একটি গরু, দুইটি বিদেশী জাতের কুকুর দেখতে পায়। এত কম সময়েই মেলা শেষ হয়ে যাবে তা জানলে মেলা দেখতে ছেলে-মেয়েদের নিয়ে আসতাম না।

ভৈরব প্রাণি সম্পদ বিভাগের ভেটেনারি সার্জন ডা. সাইফুল আজম জানান, প্রাণি সম্পদ প্রদর্শনী দুপুর ১টায় উদ্বোধন করা হয়েছে। তবে প্রদর্শনী প্রাঙ্গণে স্টলে প্রচ- রোদ থাকায় আগত ফার্মের মালিকরা তাদের প্রাণিদের নিয়ে বেশি সময় থাকতে চাই নাই। সেজন্যই অল্প সময়ের মধ্যে প্রর্দশনী সমাপ্তি করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে ভৈরব উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শিরিনা খাতুন বলেন, দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী প্রধান অতিথি উপস্থিত হতে দেরি হওয়ায় উদ্বোধন করতে বিলম্ব হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোরগঞ্জে সভায় থাকায় প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেননি। সেজন্যই কম সময়ের মধ্য সংক্ষিপ্ত পরিসরে প্রদর্শনী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করেছেন বলে তিনি জানান।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test