E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুলিয়ারচরে ৮ ঘণ্টার প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা আধা ঘণ্টায় শেষ!

২০২২ ফেব্রুয়ারি ১৭ ১১:৫১:৪২
কুলিয়ারচরে ৮ ঘণ্টার প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা আধা ঘণ্টায় শেষ!

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : পশুপ্রাণি পালনে সফলতা বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৮ ঘণ্টার প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা- ২০২২ অবশেষে আধা ঘণ্টার জন্য অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টার সময় কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রদর্শনী মেলা-২০২২ উদ্বোধনের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর বিকাল ৪টা ৩৮ মিনিটের সময় প্রদর্শনী মেলার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, উদ্বোধক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম ও কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ডা. ওসমান গনি প্রদর্শনী মেলায় প্রবেশ করে প্রথমে স্টল পরিদর্শন করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রদর্শনী মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে চেক বিতরণ করে বিকাল সোয়া ৫টার দিকে আধা ঘণ্টার মধ্যে প্রদর্শনী মেলা সমাপ্তি টানেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমানসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দিনব্যাপী প্রদর্শনী এ মেলাটি সকাল ৯টার সময় উদ্বোধন করে বিকাল ৫টার মধ্যে শেষ করার কথা থাকলেও দিন শেষে বিকাল ৪টা ৩৮ মিনিটের সময় মেলা উদ্বোধনে মাঠে আসেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীসহ অতিথিবৃন্দ ও প্রদর্শনী মেলার দায়িত্বরত কর্মকর্তা। উদ্বোধনের অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে, ততক্ষণে মেলায় আসা ৪২টি স্টলের মধ্যে অধিকাংশ স্টলই অপেক্ষার প্রহর গুনতে গুনতে বিরক্ত হয়ে প্রদর্শনী রেখে উদ্বোধন ও প্রদর্শনীর আগেই অনেক খামারী বাড়ি ফিরে যাওয়ার পর উদ্বোধন ছাড়াই প্রদর্শনী মেলার সমাপনী টানা হয়।

মেলা উদ্বোধনের আগেই সমাপনী টানার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডা. মো. উছমান গনি বলেন, আমি এখানে অতিরিক্ত দায়িত্বে আছি। এ বিষয়ে আমি তেমন কিছু জানি না। আপনি ইউএনও’র সাথে কথা বলেন।

(এসএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test