E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আড়াইহাজারে শিশু রিয়াদ হত্যাকে কেন্দ্র করে বাড়ীঘর ভাংচুর লুটপাট

২০২২ ফেব্রুয়ারি ১৭ ১৭:৩১:৫৫
আড়াইহাজারে শিশু রিয়াদ হত্যাকে কেন্দ্র করে বাড়ীঘর ভাংচুর লুটপাট

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে রিয়াদ (৭) নামে এক শিশু হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের পক্ষের ৫টি বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রাম এঘটনা ঘটে।এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের রব হাজীর একটি পুকুর একই গ্রামের জিলানী, আরমান, ফয়সাল, রমজান এবং রাসেল ভাড়া নিয়ে তাতে মাছ চাষ করে আসছিলো। ১৪ ফেব্রুয়ারী সোমবার দুপুরে ওই গ্রামের বাবুল মিস্ত্রির শিশু পুত্র রিয়াদ (৭) সহ তার কয়েকজন বন্ধু মিলে পুকুরটিতে মাছ ধরতে যায়। এসময় পুকুরের ভাড়াটিয়া জিলানী শিশুদেরকে ধাওয়া করলে রিয়াদের বন্ধুরা দৌড়াদৌড়ি করে পালিয়ে যায়। এ ঘটনায় শিশু রিয়াদ নিখোঁজ থাকে। রিয়াদ পুকুরের পানিতে ডুবে মারা গেছে এমন সন্দেহের উপর তাকে গত তিন দিন ধরে জাল দিয়ে পুকুরে খোঁজা খূঁজি করলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে ১৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে স্থানীয় হাসান আলীর স্ত্রী সাফিয়া বেগম পুকুরে গোসল করতে নামলে শিশু রিয়াদের লাশ তার পায়ে লাগে। তখন সাফিয়ার ডাক চিৎকারে লোকজন জড়ো হয়ে রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশে সংবাদ দেয়। এ ব্যাপারে নিহত রিয়াদের পিতা বাবুল মিস্ত্রি বাদী হয়ে আড়াইহাজার থানায় পুকুরের ভাড়াটিয়া পাঁচজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

শিশু রিয়াদ হত্যার ঘটনাকে কেন্দ্র করেই শালমদী গ্রামের উত্তেজিত জনতা বৃহস্পতিবার সকালে জিলানী সহ কাজী মোবারক, কবির হোসেন, শফিকুল ইসলাম ও আলী হোসেন নামে পাঁচ জনের বাড়ী ঘর ভাংচুর, স্বর্ণালংকার, গবাদী পশু, পাওয়ারলুম কারখানার মালামাল সহ সর্বস্ব লুটপাট করে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় ঘটনাস্থলে খোকন (৩০) নামে একজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ খোকনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খালেদা নাজনীন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

(এমও/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২২)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test