E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুর পৌরসভা গোরস্থানে কবর সংরক্ষণের দাবি বিএনপির

২০২২ ফেব্রুয়ারি ১৭ ১৮:১৯:০১
জামালপুর পৌরসভা গোরস্থানে কবর সংরক্ষণের দাবি বিএনপির

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের পৌর গোরস্থানে বরাদ্দকৃত কবর গুলোকে সংরক্ষণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা বিএনপি ।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শহরের শফি মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

সংবাদ সন্মেলনে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুর পৌর গোরস্থান একটি প্রাচীন গোরস্থান । অনেক পূর্বপুরুষদের মা-বাবাসহ আত্মীয়-স্বজনদের এখানে দাফন করা হয়েছে এবং ইসলাম প্রচারে সফররত বিদেশী মেহমানদেরও এখানে দাফন করা হয়েছে। ইতোমধ্যেই পৌরসভা কর্তৃক বোল্ডডোজার চালিয়ে সমস্ত কবরকে ধসিয়ে দেয়া হয়েছে এবং সেখানে সম্ভবত ৫ফিট উঁচু করে মাটিও ফেলা হবে। এতে পৌরবাসীর মনে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বর্তমান পৌর পরিষদের নিকট শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করে তিনি বলেন, নিয়মমাফিক বরাদ্দকৃত কবরগুলো সংরক্ষণের ব্যবস্থা রেখে সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান তিনি। সেই সঙ্গে তিনি বলেন, বাঁধানো কবরগুলো সংরক্ষণ করে প্রয়োজনে উত্তর-পশ্চিম দিকে জায়গা ক্রয় করে গোরস্থান সম্প্রসারণ করা যেতে পারে।

তিনি আরও বলেন, ট্যাক্স পুনঃনির্ধারণ প্রক্রিয়ায় অতীতের ট্যাক্স নির্ধারণের ধারাবাহিকতা অনুসরণ করে, পৌরবাসীর কথা বিবেচনা করে নির্ধারণ করা উচিৎ। তা না করে আকাশচুম্বী ট্যাক্স নির্ধারণ করে পৌরবাসীকে হতাশায় নিমজ্জিত করা হয়েছে। যদিও ইতোমধ্যে মাইকিং করে কিছুটা নমনীয় হওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test