E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ৩২ আসামীর বিরুদ্ধে সাক্ষী দিলেন মামলার বাদি

২০২২ ফেব্রুয়ারি ১৭ ২০:২৫:২২
সাতক্ষীরায় ৩২ আসামীর বিরুদ্ধে সাক্ষী দিলেন মামলার বাদি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ২০১৭ সালের ২৪ জুলাই বিকেলে সাতক্ষীরা শহরের বাঙালের মোড়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় সাক্ষী শুরু হয়েছে। মামলার বাদি ইটাগাছা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বিল­াল হোসেন বৃহষ্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে সাক্ষ্য দেন।

মামলার বিবরণে জানা যায় ২০১৭ সালের ২৪ জুলাই বিকেল পৌনে চারটার দিকে শহরের বাঙালের মোড় থেকে চিত্তর মোড় পর্যন্ত রাস্তার মধ্যে জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির নেতা কর্মীরা সরকার উৎখাতের ষড়যন্ত্র হিসেবে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এলে তাদের উপরও ককটেল ছুঁড়ে মারা হয়। হামলায় পুলিশ ছাড়াও সাধারণ মানুষও আহত গয়। এ সময় পুলিশ কালিগঞ্জ ও সদর উপজেলার ২৭জন জামায়ত, শিবির ও বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ইটাগাছা পুলিশ ফাঁড়ির তৎকালিন উপপরিদর্শক বিল­াল গোসেন শেখ বাদি হয়ে গ্রেপ্তারকৃত ২৭জনসহ অজ্ঞাতনামা ৬৫ জনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩/১৬(২)/২৫(ঘ) তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় সদর থানায় একটি মামলা(জিআর-৫৪৮/১৭ সদর) দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক হারুন অর রশীদ ২০১৮ সালের ৩১ জানুয়ারি আদালতে ৩২ জনের নাম উলে­খ করে পৃথক দু’টি অভিযোগপত্র দাখিল করেন। এরমধ্যে নাশকতা সম্পর্কিত অভিযোগপত্রটিতে ৩২ জন আসামীর বিরুদ্ধে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠণ করা হয়। মামলাটি বতর্মানে (এসটিসি ১৯৫/১৯) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারনাধীন।

বৃহষ্পতিবার মামলার বাদি সাক্ষ্য দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু। তবে মূল মামলার বিষ্ফোরক দ্রব্যের অপর অভিযোগপত্রটি (এসটিসি ১৯৬/১৯) দ্রুত সাক্ষী হবে বলে জানান তিনি।

আসামীপক্ষে বাদিকে জেরা করেন অ্যাড. হাফিজুর রহমান (দেবহাটা), আবু বক্কর ছিদ্দিক ও অ্যাড. জিয়াউর রহমান।

(আরকে/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test