E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি জহুরুল হক  

২০২২ ফেব্রুয়ারি ১৮ ১৬:৫৬:৩৯
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি জহুরুল হক  

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের একাংশের সভাপতি জহুরুল হক ও তালা থানা বিএনপির সভাপতি আলতাফ হোসেন হত্যা মামলার বাদি শেখ আব্দুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদেরকে পাটকেলঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জহুরুল হক (৪৫) সাতক্ষীরার পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের আব্দুর রশিদের ছেলে ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকার থানা প্রতিনিধি। অপর গ্রেপ্তারকৃত শেখ আব্দুর রহমান পাটকেলঘাটা থানাধীন তৈলকুপি গ্রামের ফজর আলী শেখের ছেলে।

মামলার বাদি গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আরিফুর রহমান জানান, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে অধস্তনদের বিরুদ্ধে বেনামী দরখাস্ত,স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় উস্কানিমুলক বক্তব্য লেখাসহ বিভিন্ন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে বৃহষ্পতিবার সদর থানায় মামলা হয়েছে। মামলায় পাটকেলঘাটার জহুরুল ইসলাম, আব্দুর রহমানসহ তিনজনকে আসামি করা হয়েছে। এই মামলায় জহুরুল ও আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের মাহমুদা খাতুন জানান, তার স্বামী আব্দুর রহমান ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের নেতা কর্মীদের বিরুদ্ধে নাশকতা ও সংখ্যালঘু নির্যাতনসহ কয়েকটি ঘটনার বাদি ও সাক্ষী। তিনি ও তার ছোট দেবরের স্ত্রী আমেনা খাতুনও মামলার বাদি। এ ছাড়া ২০০৪ সালে পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে বিএনপি নেতা আলতাফ হোসেনকে বোমা মেরে হত্যার ঘটনায় তৎকালিন জেলা বিএনপি’র সভাপতি ও সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ কয়েকজন দাপুটে বিএনপি নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদি তার স্বামী শেখ আব্দুর রহমান।

মাহমুদা খাতুন আরো জানান, ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বড় ছেলে রায়হানকে কম্পিউটার দোকান থেকে ও রাত ১২টার দিকে ছোট ছেলে রানাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরদিন আরুর রহমান আদালতে আইনজীবীদের সাথে পরামর্শ করতে যান। দুপুর দু'টোর দিকে আদালত থেকে রাস্তায় ডেকে নিয়ে পাটকেলঘাটা থানা ও সদর থানার পুলিশ তাকে ধরে নিয়ে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে দু’ ছেলে ও বাবার ছবি তুলে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামী বলে সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সন্ধ্যায় দু’ ছেলেকে আদ্লাতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে রাত সাড়ে আটটার দিকে আব্দুর রহমানকে পাটকেলঘাটা থানায় নিয়ে আসা হয়ভ। সেখানে তাকে গামছা দিয়ে দু’ চোখ বেঁধে অমানুষিক নির্যাতনসহ গোপন অংগে ইলেকট্রিক শক দেওয়া হয়। তাকে ও তার পরিববারের সদস্যদের একের পর এক মামলা দিয়ে রিমাণ্ডে নিয়ে নির্যাতনের ভয় দেখিয়ে নিজেকে একজন মাদক ব্যবসায়ি হিসেবে২৫ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে দুপুর দু'টো পর্যন্ত বিভিন্ন স্থানে মাইকিং করতে বাধ্য করানো হয়। এ সময় স্বামীসহ সন্তানদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় ৫,৬ ও ৭ নং মামলা দেওয়া হয়। নির্যাতন চালানোর সময় রহমানকে মামলা তুলে নেওয়া ও সাক্ষী না দেওয়ার জন্য বলা হয়। ওই বছরের ৮ জুন আব্দুর রহমানকে মাদক দিয়ে ধরিয়ে দিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের সাজা দেওয়া হয়।

পুলিশকে ব্যবহার করে আব্দুর রহমানকে একের পর এক আটক করিয়ে নির্যাতন করানোর ঘটনায় ২০০২ সালের ৩০ আগষ্ট কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার হুকুমদাতা বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব ও চারদলীয় জোট সরকারের সময় নিয়োগপ্রাপ্ত তালা সার্কেলের সহকারি পুলিশ সুপারসহ কয়েকজন পুলিশ সদস্য দায়ী উল্লেখ করে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের শাস্তি চেয়ে আব্দুর রহমান প্রধানমন্ত্রী, পুলিশ হেডকোয়ার্টারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন ২০২০ সালের ১০ নভেম্বর।

পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশ অনুযায়ি গত বছরের ২৬ মে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান (প্রশাসন ও অপরাধ) তার অফিসে ওই অভিযোগের তদন্ত করেন। সম্প্রতি তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবীর বদলী হন। বদলীর খবরে পাটকেলঘাটায় মিষ্টি বিতরণ হয়। মিষ্টি বিতরণ ও খাওয়ার ছবি সাংবাদিক জহুরুল ইসলামের ফেইসবুকে পোষ্ট করা হয়। ওই ছবি শেয়ার করেন অনেকে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় বৃহষ্পতিবার রাত সাড়ে সাতটার দিকে পাটকেলঘাটা বাজারের যুবলীগ অফিস থেকে আব্দুর রহমানকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের কারণ জানতে গেলে সাংবাদিক জহুরুলকে থানা থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বামীকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test