E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনারগাঁওয়ে আল মোস্তফা গ্রুপের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

২০২২ ফেব্রুয়ারি ১৮ ১৮:৪১:১৯
সোনারগাঁওয়ে আল মোস্তফা গ্রুপের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাতের আধারে অবৈধ ভাবে আবাসিক এলাকার জন্য বরাদ্দকৃত গ্যাস বানিজ্যিক কাজের জন্য চুরি করে সংযোগ নিলে এলাকাবাসীর নিকট ধরা পরে। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানালে দুপুরে গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশাঢ়িয়ার চর এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আল মোস্তফা গ্রুপের একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ এলাকাবাসীর কাছে ধরা পরে।

এই বিষয়টি নিয়ে আল মোস্তফা গ্রুপের কেউ কথা বলতে রাজি হননি। পরবর্তীতে এলাকাবাসীর প্রতিবাদের সাড়া দিয়ে বিশেষ অভিযান চালিয়ে আল মোস্তফা গ্রুপের দুটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

এলাকাবাসী জানায়, আল মোস্তফা গ্রুপ রাতের আধারে অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে ৪বছর যাবত কোটি কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। গতকাল রাতে কয়েকজন সিকিউরিটি গার্ডের মাধ্যমে গ্যাস সংযোগ দিতে গেলে এলাকাবাসী ধরে ফেলে। এর আগেও আরোও কয়েক জায়গা থেকে গ্যাস চুরি করে আসছে আল মোস্তফা।

(ও/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test