E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারেনা'

২০২২ ফেব্রুয়ারি ১৯ ১৬:১১:৪০
'দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারেনা'

রাজন্য রুহানি, জামালপুর : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারেনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জামালপুর সদর উপজেলা কৃষকদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

মামুন আরও বলেন, বর্তমান সরকার অনেক নির্বাচন দিয়েছেন কোনো নির্বাচনই সুষ্ঠু করতে পারেনি। এই সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। আজ সাধারণ মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। তারা আজ আওয়ামী লীগের কাছে জিম্মি। আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার মধ্যদিয়ে সরকার পতনের আন্দোলন সংগ্রামে কৃষকদলের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

জামালপুর সদর উপজেলা কৃষদলের সভাপতি সরকার সুলতান আহমেদ বাদশার সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার, সিনিয়র সহ-সভাপতি সালেহীন মাসুদ, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান বাবলু, সদর উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্মসম্পাদক তোফাজ্জল হোসেন আঙ্গুর ও সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম কারী প্রমুখ।

(আরআর/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test