E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টানা বর্ষণে চাঁদপুর সেচ প্রকল্পে জলাবদ্ধতা, রোপা আমন নিয়ে উদ্বিগ্ন কৃষক

২০১৪ সেপ্টেম্বর ২২ ২২:২২:১৯
টানা বর্ষণে চাঁদপুর সেচ প্রকল্পে জলাবদ্ধতা, রোপা আমন নিয়ে উদ্বিগ্ন কৃষক

লক্ষ্মীপুর প্রতিনিধি :গত শুক্রবার হতে টানা চার দিনের ভারি বর্ষণের ফলে লক্ষ্মীপুর চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি) এলাকার ভাটির প্রান্তে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাসহ রায়পুর, লক্ষ্মীপুর ও রামগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এতে প্রায় ৫ হাজার হেক্টর রোপা আমন ফসলের ক্ষেত পানির নিচে ডুবে গেছে। ডুবে যাওয়া চারা পঁচে গেলে চলতি বছর আমন উৎপাদনে লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও টানা বৃষ্টিতে ও রাস্তাঘাট কর্দমাক্ত হওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। কর্মহীন হয়ে পড়েছে নিন্ম আয়ের মানুষেরা।
স্থানীয় কৃষকগণ জানান, চলতি আমন মৌসুমে গত আগষ্ট মাসে বৃষ্টি হতে সৃষ্ট জলাবদ্ধতায় অনেক কৃষকের বীজতলা ও রোপা আমন ক্ষেত দুই দফা বিনষ্ট হয়েছে। বর্তমানে ফের জলাবদ্ধতায় তৃতীয় দফা লাগানো আমন ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকগণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রভাবশালী ব্যক্তিরা উপজেলার বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোডের্র খাল দখল করে বাঁধ ও রাস্তা নির্মাণ করার কারণে সামন্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয় কৃষকগণের ।
দক্ষিণ কেরোয়া গ্রামের কৃষক আবদুর মোতালেব জানান, পানি প্রবাহের খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ চরম উদাসীন।
সিআইপির সম্প্রসারণ ওভারসিয়ার জহির উদ্দিন জানান, চলতি মৌসুমে প্রকল্প এলাকায় ১৭ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। ফসল যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেদিকে মাঠ পর্যায় কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
সিআইপির নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ শওকত আলী জানান, দ্রুত গতিতে জলাবদ্ধতা নিরসনের জন্য হাজীমারা স্লুইসগেট দিয়ে পানি বের করা হচ্ছে। পাশাপাশি চরবগাদি পাম্প হাউজের ১২’শ কিউসেকের ৬টি পাম্প মেশিন বিরতিহীন ভাবে প্রকল্পের ভিতর হতে পানি বের করছে ।এতে আশা করা যায় জলাবদ্ধতা কৃষকের ক্ষতি হবে না।

(এমএস/এসসি/সেপ্টেম্বর২২,২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test